সন্ধানে বাংলাদেশ সংবাদ




রাজশাহী দুর্গাপুরে বিয়ের দাবিতে দুই সন্তানের জননীর অনশন 


দুর্গাপুর (রাজশাহী) প্রতিনিধি:

রাজশাহী জেলা দুর্গাপুর উপজেলার ৩ নং পানানগর ইউনিয় ১ নং ওয়ার্ড সূর্য ভাগ গ্রামের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওমর আলীর ছেলে ফারুক হোসেন একই গ্রামের আজাদ আলীর মেয়ে আশুরা

প্রায় ৩ মাস আগে ফারুক মোটর বাইক নিয়ে বের হয় তেল শেষ হলে রাস্তায় হেটে যাওয়ার সময় পরিচিত হয় আশুরা খাতুনের সাথে। সেখান থেকেই পরিচয় হলে নাম্বার আদান-প্রদান হয়, কথা হয় মোবাইলে। এর পরে একে অপরের প্রেমে সম্পর্ক গড়ে ওঠে বিভিন্ন জায়গায় ঘুরতে যাওয়া এবং শারীরিক মেলামেশাও হয় তাদের মধ্যে 


গত(শনিবার ১৬ আগস্ট) ফারুক হোসেন বিয়ের কথা বলে নিজ বাড়িতে ডাকেন আশুরাকে। পরে পরিবারের কথায় বাড়ি থেকে পালিয়ে যায় ফারুক। অসহায়ত্বের মত আজ পাঁচ দিন হলো ওই বাড়িতে অবস্থান নেন আশুরা। 


ভুক্তভোগী আশুরা খাতুন বলেন, এর আগে আমার বিয়ে হয়েছিল গত ৮ মাস হচ্ছে আমাদের ডিভোর্স হয়েছে আমি একটি প্রাইভেট ক্লিনিকে চাকরি করতাম। ফারুকের সঙ্গে পরিচয় হওয়ার পরে জানতে পারি সেও এর আগে বিয়ে করেছিল তারও ডিভোর্স হয়ে গেছে। তাই আমরা দুজনে প্রেম ও বিয়ের সিদ্ধান্ত নেই। 

ফারুকের মা জানান সে তার বান্ধবী বলে পরিচয় দেয় আশুরাকে আশুরা আসার পর থেকে তার ছেলে কোথায় আছে সে জানেনা বলে জানায় 

আশুরা জানায় গত শনিবার সকালে সে আমাকে তার বাড়িতে ডেকে এনে বাড়ি থেকে পালিয়ে যাই। আমি অসহায় হয়ে পড়েছি সে যেখানে থাকুক আমাকে এসে বিয়ে করুক। 


ভুক্তভোগী আশুরা এলাকাবাসী ও সমাজের সকলের কাছে সাহায্য চেয়ে বলেন আজ পাঁচ দিন হয়ে যাচ্ছে এর দ্রুত সমাধান চাই বিয়ের ব্যবস্থা করা হোক। 


স্থানীয় সাবেক ইউপি সদস্য ফজলুর রহমান জানান, ফারুক একাধিক মেয়েদের সঙ্গে এরকম সম্পর্কে লিপ্ত, সে একটা দুশ্চরিত্রবান পুরুষ। এ অসহায় মেয়েটি আজ পাঁচ দিন হল এই ফারুকের বাড়িতে অবস্থান করছে। আমরা চাই দ্রুত একটা সুষ্ঠু সমাধান চাই 


এ বিষয়ে দুর্গাপুর থানার তদন্ত ওসি রফিকুল ইসলাম বলেন, এ সংক্রান্ত বিষয়ে এখন পর্যন্ত থানায় লিখিত অভিযোগ আসেনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। 

Post a Comment

أحدث أقدم