সন্ধানে বাংলাদেশ সংবাদ

 



তজুমদ্দিনে নৌবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা কার্যক্রম 


খন্দকার নিরব, ভোলা প্রতিনিধি:

‘জুলাই পূণর্জাগরণ অনুষ্ঠানমালা-২০২৫’ উপলক্ষে বাংলাদেশ নৌবাহিনীর উদ্যোগে ভোলা জেলার তজুমদ্দিন উপজেলায় আয়োজিত হয় বিনামূল্যে চিকিৎসা সহায়তা কার্যক্রম। সোমবার (২৮ জুলাই) সকাল ৯টা থেকে দিনব্যাপী এ চিকিৎসা সেবা প্রদান করা হয়। উপজেলার বিভিন্ন এলাকা থেকে প্রায় ৩০০ এর অধিক নারী, পুরুষ, শিশু ও প্রবীণরা চিকিৎসা নিতে এসে উপকৃত হন।


উপজেলার চাঁদপুর ইউনিয়ন পরিষদে অস্থায়ী ক্যাম্প স্থাপন করে নৌবাহিনীর একটি প্রশিক্ষিত চিকিৎসক দল এই সেবা কার্যক্রম পরিচালনা করে। তাদের মধ্যে ছিলেন অভিজ্ঞ মেডিকেল অফিসার, নার্স ও স্বাস্থ্য সহকারীরা। সাধারণ চিকিৎসা ছাড়াও চক্ষু, চর্ম, শিশু, হৃদরোগ, ডায়াবেটিসসহ বিভিন্ন রোগের পরীক্ষা-নিরীক্ষা এবং পরামর্শ দেওয়া হয়। এছাড়া বেশ কিছু রোগীর মাঝে প্রয়োজনীয় ওষুধও বিনামূল্যে বিতরণ করা হয়।


চিকিৎসা নিতে আসা রোগীরা বলেন, “অভাবের কারণে অনেক সময় চিকিৎসকের কাছে যাওয়া সম্ভব হয় না। আজকে বিনামূল্যে চিকিৎসা পেয়ে আমরা সত্যিই উপকৃত হয়েছি। নৌবাহিনীর প্রতি কৃতজ্ঞতা।”


উপস্থিত ছিলেন স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি ও গণমাধ্যমকর্মীরাও। ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান মোঃ শাহজাহান বলেন, “নৌবাহিনীর এধরনের কার্যক্রম শুধু চিকিৎসা সহায়তা নয়, এটি একটি মানবিক উদ্যোগ যা মানুষের মাঝে আস্থা ও ভালোবাসা তৈরি করে।”


নৌবাহিনীর এক কর্মকর্তা জানান, “সামুদ্রিক জনপদের মানুষের কল্যাণে বাংলাদেশ নৌবাহিনী সবসময় আন্তরিক। এই চিকিৎসা সেবা আমাদের একটি সামাজিক দায়বদ্ধতার অংশ। ভবিষ্যতেও এমন কার্যক্রম চলমান থাকবে।”


এই আয়োজনে এলাকার সাধারণ মানুষের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি হয়। চিকিৎসা ক্যাম্প শেষে নৌবাহিনী কর্তৃক স্বাস্থ্য সচেতনতামূলক পরামর্শও প্রদান করা হয়।


উল্লেখ্য, ‘জুলাই পূণর্জাগরণ’ উপলক্ষে নৌবাহিনী সারাদেশেই জনসেবামূলক নানা কর্মসূচি গ্রহণ করেছে, যার অংশ হিসেবে তজুমদ্দিনে এ আয়োজন অনুষ্ঠিত হয়।

Post a Comment

নবীনতর পূর্বতন