"৫০ হাজার চাঁদা না দিলে পশম তুলে ফেলব" — রাজীবপুরে জামায়াত নেতার হুমকি!
রফিকুল ইসলাম রফিক, কুড়িগ্রাম প্রতিনিধি
কুড়িগ্রামের রাজীবপুরে বাবু মিয়া নামে এক ব্যবসায়ীর কাছ থেকে মামলা থেকে রক্ষার নামে ৫০ হাজার টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর এক নেতার বিরুদ্ধে। অভিযুক্ত আনিসুর রহমান শ্রমিক কল্যাণ ফেডারেশনের রাজীবপুর উপজেলা সভাপতি।
সম্প্রতি এই ঘটনায় ১ মিনিট ২১ সেকেন্ডের একটি অডিও এবং ১ মিনিট ২৪ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। সেখানে শোনা যায়, আনিসুর রহমান ব্যবসায়ী বাবু মিয়াকে হুমকি দিয়ে বলেন,
“তোমার যদি একটা পশমের ক্ষতি হয়, আমি রাজীবপুরে দ্বিতীয় দিন আর মুখ দেখাব না… ৫০ হাজার টাকা রেডি কর।”
বাবু মিয়া অভিযোগ করে বলেন, “আমি কোনো রাজনীতির সঙ্গে জড়িত নই। শুধু ব্যবসা করি। মামলা দিয়ে ফাঁসানোর ভয় দেখিয়ে আনিসুর রহমান আমার কাছ থেকে টাকা দাবি করেছে। আমি নিরাপত্তাহীনতায় ভুগছি।”
অডিওতে আরও শোনা যায়, আনিসুর রহমান ব্যবসায়ীকে ধমক দিয়ে বলেন,
“তুমি বেশি কথা বল কীসের জন্য? আমি যা বলছি, তার চেয়ে বড় কোনো কথা আছে? তুমি কীসের বাপের চিন্তা কর?”
এদিকে, অভিযোগ অস্বীকার করে আনিসুর রহমান বলেন, “আমি তার কাছে কোনো টাকা চাইনি। অডিও-ভিডিও সম্পাদিত ও ষড়যন্ত্রমূলক। তবে মোটরসাইকেলে তাকে তোলার বিষয়টি সত্য।”
এ ব্যাপারে কুড়িগ্রাম জেলা জামায়াতের আমির আব্দুল মতিন ফারুকী বলেন, “ঘটনাটি আমরা জেনেছি। তদন্ত কমিটি গঠন করা হয়েছে। প্রতিবেদন হাতে পেলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।”
রাজীবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম বলেন, “আমি থানায় নতুন যোগ দিয়েছি। এখন পর্যন্ত এমন কোনো অভিযোগ পাইনি। তবে অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।”
একটি মন্তব্য পোস্ট করুন