সন্ধানে বাংলাদেশ সংবাদ

 



তাহিরপুরে পর্যটন ব্যবস্থা ও পরিবেশ সুরক্ষায় কমিটি গঠন 


আহম্মদ কবির,তাহিরপুর 

বিশ্ব ঐতিহ্য রামসার সাইট সুনামগঞ্জের টাঙ্গুয়া হাওরসহ তাহিরপুর উপজেলার পর্যটন ব্যবস্থার উন্নতি, পরিবেশ- প্রতিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় এলাকাভিত্তিক কমিটি গঠন করেছে তাহিরপুর উপজেলা প্রশাসন। 


তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার সাক্ষরিত এলাকা ভিত্তিক এ কমিটি ঘোষণা করা হয় ২ জুলাই বুধবার।


তাহিরপুর উপজেলা সদর এলাকায় উপজেলা ভূমি অফিসের সহকারী কর্মকর্তা আব্দুজ জহুর, সদর ইউনিয়ন পরিষদের সদস্য মোজাম্মেল হক নাসরুম, তাহিরপুর থানা পুলিশের এএসআই জিয়াউর রহমান, উপজেলা বোট মালিক সমিতির সভাপতি রব্বানী, তরিকুল ইসলাম। 


অন্যদিকে,

টেকেরঘাট এলাকায় 

শ্রীপুর উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী হায়দার, সংরক্ষিত নারী আসনের সদস্য সেলিনা বেগম, থানা পুলিশের এসআই আবির দাশ, বড়ছড়া কয়লা আমদানিকারক সমিতির সাধারণ সম্পাদক সবুজ আলম, মন্দিয়াতা আনসার ক্যাম্পের ক্যাম্প ইনচার্জ।


লামাগাও এলাকায়

শ্রীপুর দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী আহমদ মুরাদ, থানা পুলিশের এসআই রাজু কুমার বিশ্বাস, শ্রীপুর ডিহিভাটি ইউনিয়ন ভূমি অফিসের সহকারী আশীষ কুমার চক্রবর্তী, শ্রীপুর দক্ষিণ ইউনিয়ন পরিষদের সদস্য জাকেরিন আর রশিদ, শ্রীপুর দক্ষিণ ইউনিয়ন পরিষদের সদস্য মিসবাহ উদ্দিন পলাশ, রামসিংহপুর আনসার ক্যাম্পের ক্যাম্প ইনচার্জ। 


ওয়াচ-টাওয়ার এলাকায়

শ্রীপুর দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী আহমদ মুরাদ থানা পুলিশের এসআই রাজু কুমার বিশ্বাস, শ্রীপুর ডিহিভাটি ইউনিয়ন ভূমি অফিসের সহকারী আশীষ কুমার চক্রবর্তী, দৈনিক আলোকিত সকাল এর স্টাফ রিপোর্টার আহম্মদ কবির, জয়পুর গ্রামের বাসিন্দা নুর আলম, হুকুমপুর গ্রামের বাসিন্দা আবুল কালাম, গোলাবাড়ি আনসার ক্যাম্পের ক্যাম্প ইনচার্জ। 


 তথ্য মতে জানা গেছে পর্যটন ব্যবস্থা ও পরিবেশ সুরক্ষায় গঠিত কমিটি পর্যটন শিল্পের টেকসই উন্নয়নে ও স্থানীয় সংস্কৃতি ঐতিহ্য এবং প্রাকৃতিক পরিবেশের সুরক্ষা নিশ্চিত করতে প্রশাসনকে সহযোগিতা করবেন কমিটি সংশ্লিষ্টগণ।

পরিবেশের ভারসাম্য রক্ষা ও পর্যটনের কারণে পরিবেশের উপর নেতিবাচক প্রভাব যেন না পড়ে এসব বিষয়ে নজরদারি করবেন তারা।


টাঙ্গুয়া হাওর সহ উপজেলার পর্যটন এলাকার পরিবেশ, প্রতিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় প্রশাসনকে সহযোগিতা করার জন্য এ কমিটি ঘোষণা করা হয়েছে বলে জানিয়েছেন 

তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আবুল হাসেম। ঘোষিত কমিটি প্রশাসনকে সার্বিক সহযোগিতা করার জন্য আহবান জানিয়েছেন তিনি।


আহম্মদ কবির 

মোবাইল ০১৭২৫৭২৪৬০০

Post a Comment

أحدث أقدم