সন্ধানে বাংলাদেশ সংবাদ

 



ভোলাহাট উপজেলায় বিএনপির অফিস ভাংচুর


মোঃ রনি রজব ভোলাহাট উপজেলা (প্রতিনিধি),


 চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট উপজেলার ২নং গোহালবাড়ি ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের বিএনপির অফিস ভাঙচুর করেছে কে বা কাহারা। বৃহস্পতিবার ২৪ জুলাই রাত আনুমানিক ১টা সময় এই ঘটনা ঘটিয়েছে বলে প্রত্যক্ষদর্শীরা জানান। এ ভাঙচুরের ঘটনায় এলাকার বিএনপি'র নেতাদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছে ও তীব্র প্রতিবাদ জানিয়েছে।সুষ্ঠু তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার দাবি জানিয়েছেন এলাকার বিএনপির নেতাকর্মীরা। এ ঘটনায় ভোলাহাট উপজেলার সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান মোসাঃ শাহানাজ খাতুন জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছেন। অফিসের সকল চেয়ার টেবিল সহ আসবাবপত্র ভেঙ্গে ফেলেছে দুর্বৃত্তরা। এতে করে রক্ষা পাইনি অফিসের ব্যানারও। এতে করে বিএনপির নেতাকর্মীদের মাঝে ক্ষোভ ও উত্তেজনা সৃষ্টি করে। এ ঘটনার খবর পেয়ে ভোলাহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শহিদুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন।

Post a Comment

নবীনতর পূর্বতন