সন্ধানে বাংলাদেশ সংবাদ



 বীরগঞ্জে ড্রাইভার আমিনুলের উপর সন্ত্রাসী হামলা, সাতদিনেও গ্রেপ্তার হয়নি কেউ


বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধিঃ


দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার বড় শীতলাই গ্রামের মৃত নুরুজ্জামান চৌধুরীর ছেলে মনিরুজ্জামান চৌধুরীর (৪৮) সঙ্গে একই এলাকার শারমিন মাহবুবের জমি সংক্রান্ত বিরোধ দীর্ঘদিন ধরে চলছিল। এই বিরোধের জেরে গত ৮ জুলাই (মঙ্গলবার) ভোরে শারমিন মাহবুবের কর্মচারী ও প্রাইভেট কার চালক আমিনুল ইসলাম (৩৭) সন্ত্রাসী হামলার শিকার হন।


জানা যায়, আমিনুল ইসলাম সাইকেলযোগে মালিকের চাষাবাদকৃত ফসলের ক্ষেত দেখতে চাকাই গ্রামের আওয়ালের লিচু বাগানের সামনে পৌঁছালে পূর্ব থেকে ওৎ পেতে থাকা মনিরুজ্জামান চৌধুরী, আওয়ালের ছেলে আলমগীর হোসেন (৩৮), ইউনুস আলীর ছেলে আমিনুল (৩৩), আজিমউদ্দিনের ছেলে তাজির (৩০) ও নাইদ্দার ছেলে ময়নুল (৩০) দলবদ্ধভাবে তার ওপর হামলা চালায়। তারা এলোপাতাড়ি মারধরের পাশাপাশি ধারালো ছোরা ও চাইনিজ কুড়াল দিয়ে উপুর্যুপরি কুপিয়ে তাকে গুরুতর জখম করে রক্তাক্ত অবস্থায় ফেলে রাখে।


আহতের চিৎকারে স্থানীয় আহাত আলী, সামছুল ওরফে বাটুসহ আশপাশের লোকজন ছুটে এলে হামলাকারীরা প্রাণনাশের হুমকি দিয়ে পালিয়ে যায়। পরে আহত আমিনুলকে বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।


ঘটনার পর দিনই আমিনুলের স্ত্রী মেরিনা বেগম বাদী হয়ে বীরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন (মামলা নম্বর-১০)। তবে ঘটনার এক সপ্তাহ পার হলেও অভিযুক্তদের কেউ এখনো গ্রেপ্তার হয়নি।


এ প্রসঙ্গে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই সুমন দেবনাথ জানান, অভিযুক্তরা পলাতক রয়েছে এবং তাদের গ্রেপ্তারে পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে।


ভুক্তভোগী পরিবার দ্রুত আসামিদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

Post a Comment

أحدث أقدم