সন্ধানে বাংলাদেশ সংবাদ




চট্টলা মানবিক ফোর্স এন্ড ব্লাড ইউনিট বাংলাদেশ এর উদ্যোগে মেহেমানদারী ও ফ্রি ব্লাড ক্যাম্পেইন কর্মসূচি 

মোহাম্মদ ঃ আতিক উল্লাহ চৌধুরী রাউজান প্রতিনিধি 


উওর চট্টগ্রামের অরাজনৈতিক,মানবদরদী ও সেচ্ছাসেবী সংগঠন "চট্টলা মানবিক ফোর্স এন্ড ব্লাড ইউনিট বাংলাদেশ" TEM -(CMF) এর সদস্য মরহুম মোহাম্মদ আলবি এর ইছালে সাওয়াব উপলক্ষ্যে আজ ৫ জুলাই শনিবার - উত্তর চট্টগ্রামের রাউজান উপজেলার অন্তর্গত রমজান আলী চৌধুরী হাটের দক্ষিণ পাশে মঙ্গল খালী,হযরত আবু বকর ছিদ্দিক (রা :)নুরানি মাদ্রাসা হিফয ও এতিমখানার শিক্ষার্থীদের মাঝে সাংগঠনিক মাসিক "একবেলা মেহেমানদারী ও ফ্রি ব্লাড ক্যাম্পেইন কর্মসূচি" পালন করা হয়।


এতে সভাপতিত্ব করেন চট্টলা মানবিক ফোর্স এন্ড ব্লাড ইউনিট বাংলাদেশ সাধারণ সম্পাদক মোহাম্মদ উম্মর আলী পাশাপাশি এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টলা মানবিক ফোর্স বাংলাদেশ এর সম্মানিত উপদেষ্টা মোহাম্মদ আসিফ আহমেদ।


এতে বক্তব্য রাখেন টিম CMF এর সাধারণ সম্পাদক মোহাম্মদ ওম্মর আলী তিনি বলেন- বেওয়ারিশ ও অসহায়দের মুখে হাসি ফুটানোর প্রত্যায়ে ২০২১ থেকে দীর্ঘ পাচ বছর ধরে সেচ্ছাসেবী সংগঠন 

চট্টলা মানবিক ফোর্স এন্ড ব্লাড ইউনিট বাংলাদেশ। এর পথযাত্রা,যেটি দেশ এবং প্রবাসী তরুণদের সমন্বয়ে গঠিত একটি ফাউন্ডেশন। যা দেশের বিভিন্ন দুর্যোগের সময় সহ সারা চট্টগ্রামে দীর্ঘদিন ধরে ক্ষুদ্রভাবে তারা মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। পাশাপাশি এতে ভার্চুয়ালি যুক্ত হয় "প্রবাসী উপদেষ্টা পরিষদের -উপদেষ্টা ছৈয়দ ফাহিম উল্লাহ্ তিনি তার সংক্ষিপ্ত বক্তব্যে বলেন -হাতের আঙুল পাঁচ টি তবে কোনটি ই এক সমান নয়! তদ্রুপ মানবিক প্লাটফর্মেও যে সবাই ভালো মানুষ হবে তা আশাকরা যাইনা! এটা অনেকেই পেশা হিসাবে নিয়েছে আবার অনেকেই নেশা হিসেবে অবিরাম পিছনে ছুড়েছ! সর্বোপরি এটা কে নেশা হিসাবে লাইফে কাজে লাগালে হবে। পেশা হিসেবে নয়! নেশা হিসেবে কাজে লাগাতে পারলে তবেই দুনিয়া এবং আখেরাতে কামিয়াবী সম্ভব।


এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ রাসেল,মোহাম্মদ ওমর ফারুক সহ কার্যকরী সদস্য মোহাম্মদ হান্নান,মোহাম্মদ আলিফ,আতিক উল্লাহ্ চৌধুরী,শফিউল আলম সহ অন্যান্যরা।


পরিশেষে CMF সদস্য মরহুম মোহাম্মদ আলবি এর ইসালে সাওয়াব উপলক্ষ্যে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন অত্র মাদ্রাসার প্রাধান শিক্ষক হাফেজ মাওলানা জাহাঙ্গীর সাহেব 

Post a Comment

أحدث أقدم