সন্ধানে বাংলাদেশ সংবাদ

 



সন্ত্রাস, চাঁদাবাজ ও দূর্নীতির প্রতিরোধে কোটালীপাড়ায় ৫দলীয় ঐক্য জোটের বিক্ষোভ সমাবেশ।


কোটালীপাড়া(গোপালগঞ্জ)সংবাদ দাতা: - শেখ কামরুজ্জামান( রানা )।


সন্ত্রাস, চাঁদাবাজ, দূর্নীতি ও মামলা বানিজ্য প্রতিরোধে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় বাংলাদেশ জামাত ইসলাম সহ ৫ দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

জামায়াত ইসলাম, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), ইসলামী আন্দোলন, গণঅধিকার পরিষদ, খেলাফত মজলিস ও এনসিপির আয়োজনে এই বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

আজ( ১৫ জুলাই )মঙ্গলবার দুপুরে উপজেলার মহুয়ার মোড় থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে উপজেলা পরিষদের সামনে গিয়ে সমাবেশে মিলিত হয়। 

জামায়াতে ইসলামের কোটালীপাড়ার আমীর গাজী সোলায়মানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে খেলাফত মজলিসের সভাপতি আলহাজ্ব মাওলানা মহসিন উদ্দীন, ইসলামী বাংলাদেশ আন্দোলনের সহ-সভাপতি মাওলানা ইয়াহিয়া, কোটালীপাড়া উপজেলা নাগরিক পার্ঠির প্রধান সমন্বয়ক সেলিম শেখ, ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটি সামাজিক যোগাযোগ বিষয়ক সম্পাদক পলাশ শেখসহ ৫ দলের বিভিন্ন নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, সন্ত্রাস ,চাঁদাবাজ, দূর্নীতি ও মামলা বাণিজ্য প্রতিরোধে আমাদের সকলকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে।


১৫/৭/২৫ ইং 

 ০১৭১৮০৬৬০১৮ /

Post a Comment

নবীনতর পূর্বতন