সন্ধানে বাংলাদেশ সংবাদ

 



২১ শে জুলাইয়ের প্রস্তুতি সভা হয়ে গেল জয়নগরের নিমপীঠে 



মোমিন আলি লস্কর ও উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়

,জয়নগর : একদিকে সামনে বিধানসভার নির্বাচন, আর আরেকদিকে বিধানসভার আগে মেগা ২১ শে জুলাই।তৃনমূল নির্বাচন আগে এই ২১ শে জুলাইকে পাখির চোখ করে এগোতে চাইছে। তাইতো এই ২১ শে জুলাইয়ের শহীদ দিবসে ঐতিহাসিক মহাসমাবেশ আকার নেবে বলে আশা করছে তৃনমূল নেতৃত্ব। তাই ছোট বড় সব রকমের শেষ মূহুর্তের প্রস্তুতি সভা চলছে প্রতিটা গ্রামে গ্রামে।আর শুক্রবার বিকালে জয়নগর বিধানসভার জয়নগর দু নম্বর ব্লকের নিমপীঠ মোড়ে ফুটিগোদা অঞ্চল তৃনমূল কংগ্রেসের উদ্যোগে ২১ শে জুলাইয়ের প্রস্তুতি সভা হয়ে গেল। যাতে উপস্থিত জয়নগরের বিধায়ক বিশ্বনাথ দাস,ফুটিগোদা পঞ্চায়েতের প্রধান রীণা মন্ডল, উপপ্রধান সুকান্ত সরদার,জয়নগর ২ নং ব্লক তৃনমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক বিধান হালদার, ফুটিগোদা অঞ্চল তৃনমূল কংগ্রেসের সভাপতি গোবিন্দ বিশ্বাস,মনোজ মুদি,কৃশানু রায় সহ আরো অনেকে।এদিনবিধায়ক বিশ্বনাথ দাস বলেন,এবারের ২১ শে জুলাইয়ের শহীদ দিবসে ঐতিহাসিক মহাসমাবেশ হবে। আর আমার জয়নগর বিধানসভা থেকে ১৫ হাজার মানুষ শহীদ দিবসে কলকাতায় যাবে।

Post a Comment

أحدث أقدم