সন্ধানে বাংলাদেশ সংবাদ

 



কালীগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে বিদেশি পিস্তলসহ শীর্ষ সন্ত্রাসী ‘ঘেনা’ গ্রেফতার


 ঝিনাইদহ প্রতিনিধি | মোঃ অমিদ হাসান 


ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় যৌথ বাহিনীর অভিযানে বিদেশি পিস্তলসহ গ্রেফতার হয়েছেন শীর্ষ সন্ত্রাসী বাবলুর রহমান ওরফে ঘেনা (৪৫)। তিনি কালীগঞ্জ উপজেলার জালাল ইউনিয়নের দুধরাজপুর গ্রামের মৃত মসলেম মোল্লার ছেলে।


শুক্রবার (১২ জুলাই) গভীর রাতে সেনাবাহিনী, র‌্যাব ও কালীগঞ্জ থানা পুলিশের যৌথ অভিযানে তাকে নিজ বাড়ি থেকে আটক করা হয়। অভিযানে নেতৃত্ব দেন র‌্যাব-৬ এর কোম্পানি কমান্ডার লে. কর্নেল মাকসুদুল আলম।


অভিযানের সময় বাবলুর ঘর থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন এবং গুলি উদ্ধার করা হয়।


সেনাবাহিনী, র‌্যাব ও পুলিশের সদস্যরা অস্ত্র হাতে অভিযুক্ত ঘেনাকে মধ্যখানে দাঁড় করিয়ে রেখেছেন। সামনে একটি টেবিলের উপর অস্ত্র ও মোবাইল ফোন রাখা রয়েছে।


কালীগঞ্জ থানার ওসি (তদন্ত) শফিকুল ইসলাম জানান, “ঘেনা একজন তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী। তার বিরুদ্ধে ১ জুনের আলোচিত হত্যা মামলাসহ একাধিক হত্যা ও চাঁদাবাজির মামলা রয়েছে। তাকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।”


স্থানীয়রা জানান, ঘেনা দীর্ঘদিন ধরে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছিল। তার গ্রেফতারে এলাকাবাসী স্বস্তির নিঃশ্বাস ফেলেছে।

Post a Comment

নবীনতর পূর্বতন