সন্ধানে বাংলাদেশ সংবাদ

 



মেলান্দহে জমি সংক্রান্ত জেরে হামলা আহত ৫ / আসামি সামিউল হক আটক 


জামালপুর প্রতিনিধিঃ 

জামালপুরের মেলান্দহ উপজেলার চরপলিশা পূর্ব পাড়া নলেরচর এলাকায় জমি সংক্রান্ত জের ধরে 

মৃত আসাদুজ্জামানের ছেলে রাজু আহম্মেদের পরিবারের উপর হামলার অভিযোগে একই এলাকার মৃত তোজাম্মেল হকের ছেলে সামিউল হক মাস্টার ও তার সন্ত্রাসী বাহিনীর বিরুদ্ধে। 


জানা যায়,১১/০৬/২০২৫ তারিখ বুধবার দুপুরে  

জমি সংক্রান্ত জের ধরে মৃত আসাদুজ্জামানের ছেলে রাজু আহম্মেদের পরিবারের উপর হামলা করেন সামিউল হক মাস্টার ও তার সন্ত্রাসী বাহিনী। হামলায় আহত হন পরিবারের ৫ জন সদস্য,গুরুতর অবস্থায়১/রাজু আহম্মেদ ও ২/ মোছাঃ জাহানারা বেগম জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি হন। 


এ ঘটনায়, আহত রাজু আহম্মেদের ভাই মোঃ রোকনুজ্জামান বাদী হয়ে ৬ জনকে আসামি করে মামলা দায়ের করেন। এবং ১ নং আসামি মোঃ সামিউল হকে আটক করেন পুলিশ। 


ভুক্তভোগী পরিবার জানান,সামিউল হক মাস্টার দীর্ঘদিন যাবত আমাদের পৈত্রিক সম্পত্তি বেদখল করে আসছে এবং আমরা এর প্রতিবাদ করতে গেলে সামিউল হকের সন্ত্রাসী বাহিনী আমাদের উপর হামলা করে এবং আমাদের নানা ধরনের হুমকি ধামকি দেখান।


এ বিষয়ে স্থানীয়রা জানান,সামিউল হক দীর্ঘদিন যাবত এলাকার বিভিন্ন লোকজনের জমি বেদখল করে আসছে এবং জমি সংক্রান্ত জের ধরে সামিউল হক ও তার সন্ত্রাসীবাহিনী রাজু আহম্মেদের পরিবারে উপর হামলা করেন। হামলার ঘটনা মোঃ রোকনুজ্জামান বাদী হয়ে মামলা দায়ের করেন।মামলায় ১ নং আসামি সামিউল হককে আটক করে জেল হাজতে প্রেরণ করেন পুলিশ।স্থানীরা আরো বলেন,জেল থেকে বের হয়ে আর বেপরোয়া হয়ে উঠতে পারে সামিউল হক যা স্থানীয়দের মাঝে আতঙ্ক বিরাজ করছে। এছাড়াও জমিজমা বিরোদ নিয়ে মোঃ হারুন অর রশিদ সরকার বাদী হয়ে মেলান্দহ থানা আর একটা অভিযোগ দায়ের করেন। 


এ বিষয়ে মেলান্দহ থানার অফিসার ইনচার্জ (ওসি)

শফিকুল ইসলাম বলেন,রোকনুজ্জামান বাদী হয়ে একটি মামলা দায়ের করেন এবং ১ নং আসামি সামিউল হকে আটক করা হয়েছে।

Post a Comment

أحدث أقدم