বেলকুচিতে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
বেলকুচি (সিরাজগঞ্জ): ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানে শাহাদাতবরণকারী বীরদের স্মরণে বেলকুচি উপজেলার উদ্যোগে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানের আয়োজন করে ইসলামী আন্দোলন বাংলাদেশ, বেলকুচি উপজেলা শাখা।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা শাখার সভাপতি মাওলানা রেজাউল করিম।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মুফতী হাজী শেখ মুহাম্মাদ নুরুন নাবী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা সভাপতি মাওলানা আব্দুস সামাদ।
প্রধান অতিথির বক্তব্য:
মুফতী হাজী শেখ মুহাম্মাদ নুরুন নাবী বলেন,
"জুলাই গণঅভ্যুত্থান ছিল ন্যায়ের পক্ষে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। যারা শহীদ হয়েছেন, তারা এই দেশের জনগণের অধিকার আদায়ে জীবন দিয়েছেন। আজ আমরা যারা বেঁচে আছি, আমাদের দায়িত্ব সেই চেতনা ও আদর্শকে বাস্তবে রূপ দেওয়া। ইসলামপন্থীদের আজও ঐক্যবদ্ধভাবে অন্যায়, জুলুম ও স্বৈরাচারের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।"
বিশেষ অতিথির বক্তব্য:
মাওলানা আব্দুস সামাদ বলেন,
"শহীদদের রক্ত বৃথা যেতে পারে না। ইসলামী আন্দোলনের প্রতিটি কর্মীকে মনে রাখতে হবে—জুলাই বিপ্লব শুধু রাজনৈতিক নয়, এটি একটি আদর্শিক আন্দোলনের নাম। আমাদেরকে সত্য, ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠায় কাজ করে যেতে হবে।"
এছাড়াও আরো বক্তব্য রাখেন আলহাজ্ব আকবর আলী মোল্লা, মাওলানা আব্দুস সালাম,ডা.মাসুদ রানা সুমন,ছাত্র নেতা আব্দুর রহিম
সভাপতির বক্তব্য:
সভাপতির বক্তব্যে মাওলানা রেজাউল করিম বলেন,
"আজকের প্রজন্মকে ইতিহাস জানতে হবে। জুলুমের বিরুদ্ধে দাঁড়ানো এবং শহীদদের আত্মত্যাগের মূল্যায়ন করতে হবে। দোয়া করি—আল্লাহ যেন শহীদদের সর্বোচ্চ মর্যাদা দান করেন এবং আমাদেরকে তাদের পথ অনুসরণ করার তাওফিক দেন।"
অনুষ্ঠানে স্থানীয় ওলামায়ে কেরাম, ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দ, কর্মী-সমর্থকসহ সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। সভা শেষে শহীদদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।
একটি মন্তব্য পোস্ট করুন