দিনাজপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ৩০ বোতল এবং তরল ৪ লিটার ফেনসিডিল সহ আটক-১
মোঃমেহেদী হাসান ফুয়াদ
দিনাজপুর জেলা প্রতিনিধি
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর দিনাজপুর জেলা কার্যালয়ের চলমান মাদকবিরোধী নিয়মিত অভিযানে, ১৫ জুলাই’২০২৫ মঙ্গলবার ডিএনসি’র উপ-পরিদর্শক জায়েদ আল জফরী-এর নেতৃত্বে একটি অভিযানিক দল, গোপন সংবাদের ভিত্তিতে দিনাজপুর পৌরসভার ১০ নং ওয়ার্ডের বালুয়া ডাঙ্গা অন্ধ হাফেজ মোড় এলাকার স্থায়ী বাসিন্দা মোঃ আল-আমিন এর পুত্র মোঃ মিরাজুল ইসলাম (৩৫)-এর নিজ বাড়ি তল্লাশি করে ৩০ বোতল ফেনসিডিল এবং দুই লিটার ২ টি বোতলে তরল ৪ লিটার ফেন্সিডিল সহ তাকে আটক করা হয়।
উদ্ধারকৃত নিষিদ্ধ মাদকদ্রব্য ৩০ বোতল ফেনসিডিল এবং তরল ৪ লিটার ফেনসিডিলের আনুমানিক মূল্য ২ লক্ষ ১০ হাজার টাকা দেখানো হয়েছে।
আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ সালের ৩৬(১) সারণীর ১৪(গ) ধারায় দিনাজপুর কতোয়ালী থানায় ১টি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
এসকল সফল অভিযানের বিষয় সম্পর্কে নিশ্চিত করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর দিনাজপুর জেলা কার্যালয়ের উপ পরিচালক মোঃ রাকিবুজ্জামান।
একটি মন্তব্য পোস্ট করুন