সোহাগ হত্যাকাণ্ডের প্রতিবাদে উত্তাল বাংলাদেশ উলিপুরে বিক্ষোভ মিছিল
কুড়িগ্রাম জেলা প্রতিনিধি
চাঁদাবাজ সন্ত্রাসীদের হাতে নির্মমভাবে খুন হওয়া তরুণ ব্যবসায়ী সোহাগ হত্যাকাণ্ডের প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে কুড়িগ্রামের উলিপুর উপজেলা।
শনিবার (১২ জুলাই) দুপুর ২টায় উলিপুর শহরের মসজিদুল হুদা মসজিদের সামনে আয়োজিত বিক্ষোভ মিছিলে অংশ নেয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, ছাত্র-জনতা ও এলাকাবাসী। বিক্ষোভে উত্তাল জনতার মুখে ছিল একটাই দাবি—‘ঘাতকদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।
সমাবেশে বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন,
পাথর দিয়ে বুকে আঘাত করে সোহাগের মৃত্যু নিশ্চিত করা হয়েছে। এরপর তার নিথর দেহের উপর নাচ করেছে ঘাতকরা! এটা সভ্য সমাজের কাজ হতে পারে না। এটি শুধু একটি হত্যাকাণ্ড নয়, বরং মানবতার ওপর নির্মমতম আঘাত।
বক্তব্য রাখেন স্থানীয় ছাত্রনেতা আসাদুজ্জামান আসাদ, নাজমুল আল হাসান, সাইফুর রহমান, মনিত, মারুফ, মারুফা, শারমিন ও শাপলা। তারা বলেন,
সোহাগ ছিলেন একজন সৎ, নির্ভীক ও সমাজসেবায় আগ্রহী উদ্যমী তরুণ ব্যবসায়ী। তাকে যেভাবে হত্যা করা হয়েছে, তাতে স্পষ্ট বোঝা যায় এটি পূর্বপরিকল্পিত এবং এর পেছনে দুর্বৃত্তচক্রের মদদ রয়েছে। প্রশাসনের উদাসীনতা ও বিচারহীনতার সংস্কৃতি না থাকলে এমন ঘটনা কেউ ঘটাতে সাহস পেত না।
বক্তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন,এই হত্যাকাণ্ড যদি রাজনৈতিক ছত্রছায়া কিংবা টাকার জোরে ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়, তাহলে আমরা কঠোর আন্দোলনে নামবো। প্রয়োজনে রাজপথ অচল করে দেওয়া হবে।
সমাবেশ থেকে তিন দফা দাবি জানানো হয়:
১. হত্যাকারীদের অবিলম্বে গ্রেপ্তার,
২. দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে বিচার সহ
৩. সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা।
এসময় বক্তারা বলেন,
এই সমাজে যদি ন্যায়বিচার না থাকে, তাহলে সাধারণ মানুষ একদিন আইন নিজের হাতে তুলে নিতে বাধ্য হবে—এ দায় রাষ্ট্র কোনোভাবেই এড়াতে পারে না।
إرسال تعليق