দিনাজপুর জেলা মটর পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত
মো:মেহেদী হাসান ফুয়াদ
দিনাজপুর জেলা প্রতিনিধি
দিনাজপুর জেলা মটর পরিবহন শ্রমিক ইউনিয়নের (রেজিঃ নং রাজঃ-১১৬৭) নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৮জুলাই) বিকালে শহরের সুইহারী মির্জাপুরে এনজিও ফোরামের হল রুমে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় সম্প্রতি স্থগীত হওয়া নির্বাচনের ২২টি পদের বিপরীতে ৭৩ জন প্রার্থীকে নিয়ে মতবিনিময় সভায় নির্বাচনের তারিখ ও ভোটার নবায়ন তারিখ ও নির্বাচন কমিশন গঠন এবং নতুন প্রার্থী হতে ইচ্ছুক প্রার্থীদের মাঝে মনোনয়নপত্র বিক্রির বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভার সিদ্ধান্ত অনুযায়ী আগামী ৯ আগষ্ট ভোট গ্রহন ও আগামী ১৫ জুলাই ভোটার নবায়ন কার্যক্রম শেষ হবে। একই সঙ্গে ৬ সদস্য বিশিষ্ঠ নির্বাচন কমিশন গঠন করা হয়। এছাড়াও যারা আগে প্রার্থী হয়েছেন তাদের নতুন করে টাকা দিয়ে মনোনয়নপত্র ক্রয় করতে হবেনা। তবে নুতন করে আরও মনোনয়নপত্র বিক্রি করা হবে। যারা প্রার্থী হতে ইচ্ছুক তারা তফশিল ঘোষণা হলেই মনোনয়ন ক্রয় করে জমা দিবেন।
মত বিনিময় সভায় দিনাজপুর জেলা মটর পরিবহন শ্রমিক ইউনিয়নের আহবায়ক মোঃ আব্দুল কাইয়ুম বলেন, আমরা শ্রমিকরা সব ভাই ভাই। এই সংগঠনের নির্বাচন স্থগিত হওয়ার কোন ইতিহাস ছিলনা। কিন্তু এবার হয়েছে। আমরা সেই জায়গা থেকে বের হয়ে আসতে চাই। আহবায়ক কমিটি ও সকল শ্রমিক ও আপনারা যারা প্রার্থী হয়েছেন সকলে নিলে একটি অবাদ সুষ্ঠ ও নিরপেক্ষ এবং সুন্দর নির্বাচন করতে চাই। আর আপনারা যদি সবাই সহযোগীতা করেন তাহলে কেউ আমাদের নির্বাচন আর আটকাতে পারবেনা।
শ্রমিকরা বলেন, সংগঠনে রাজনৈতিক হস্তক্ষেপ মুক্ত করতে হবে। ব্যক্তিগত ভাবে যে কেউ যে কোন রাজনীতি করতে পানের। কিন্তু সংগঠনে তার প্রভাব পড়তে দেয়া যাবেনা। আমরা যে সংগঠন করি সেটা রুটি রুজির জন্য করি, দিন শেষে আমরা সবাই শ্রমিক। তাই আমরা ঐক্যবদ্ধ ভাবে যে কোন প্ররিস্থিতি মোকাবেলার জন্য আহবায়ক কমিটির নেতৃত্বে প্রস্তুত রয়েছি।
বক্তব্য রাখেন সাবেক সভাপতি আব্দুল হাকিম, সাবেক সিনিয়র সহসভাপতি এনামুল হক, মোঃ রফিক, সাবেক সাধারণ সম্পাদক ফজলে রাব্বী, শ্রমিক নেতা শেখ বাদশা,হাফিজুর রহমান হিরু,সাইফুর রাজ চৌধুরী, রেজাইল ইসলাম পনু প্রমুখ
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন আহবায়ক মোঃ আব্দুল কাইয়ুম,যুগ্ম আহবায়ক মোঃ সৈয়দ শওকত আলী তোতা, অর্থ সচিব মোঃ মামুনুর রশীদ,দপ্তর মোঃ রাশেদুজ্জামান বিপ্লব, সদস্য মোঃ খোকন,মোঃ আফজাল হোসেন,মোঃস্বাধীন, শ্রী উদয় চক্রবর্তী,মোঃ মজিবর রহমান মজিব,মোঃ হালিম বাবু ও মোঃ সৈয়দ খালিদ।
إرسال تعليق