সন্ধানে বাংলাদেশ সংবাদ

 



দিনাজপুর চিরিরবন্দরে অভিযান চালিয়ে ২৫ হাজার ইউক্যালিপটাস চারা ধ্বংস


মো:মেহেদী হাসান ফুয়াদ 

দিনাজপুর জেলা প্রতিনিধি


পরিবেশের জন্য ক্ষতিকর হিসেবে চিহ্নিত ইউক্যালিপটাস ও আকাশমণি গাছের বিরুদ্ধে চিরিরবন্দরে চালানো হয়েছে প্রশাসনিক অভিযান। এতে ছয়টি নার্সারিতে উৎপাদিত ২৫ হাজারের বেশি ইউক্যালিপটাস ও আকাশমণি গাছের চারা ধ্বংস করা হয়েছে।

বুধবার (৯ জুলাই) দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার নশরতপুর, ইসফপুর ও আব্দুলপুর ইউনিয়নের বিভিন্ন নার্সারিতে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফাতেহা তুজ জোহরা। অভিযানে অংশ নেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ জোহরা সুলতানা, উপজেলা উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা দিনেশ চন্দ্র এবং উপসহকারী কৃষি কর্মকর্তারা।

সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে চারা উৎপাদন ও বিক্রি করায় তামান্না নার্সারি, এম আর ভিলেজ নার্সারি, মৌসুমী নার্সারি, জাহাঙ্গীর নার্সারি, মিম নার্সারি ও ভাই ভাই নার্সারিতে অভিযান চালিয়ে পরিবেশবিরোধী গাছের চারা ধ্বংস করা হয়।

নার্সারি মালিকরা জানান, এই চারাগুলো তৈরি করতে তাদের অনেক অর্থ ব্যয় হয়েছে, এখন তারা ক্ষতিপূরণ নিয়ে চিন্তিত।

উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ জোহরা সুলতানা বলেন, “ইউক্যালিপটাস গাছ অতিরিক্ত পানি শোষণ করে মাটির উর্বরতা ধ্বংস করে। এটি পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর। তাই সরকারের নির্দেশনা অনুযায়ী এই অভিযান চালানো হয়েছে।”

তিনি আরও জানান, “যেসব নার্সারিতে চারা ধ্বংস করা হয়েছে, সেসব মালিককে সরকারের পক্ষ থেকে ক্ষতিপূরণ দেওয়া হবে।”

ইউএনও ফাতেহা তুজ জোহরা জানান, “পরিবেশ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। জনগণকে সচেতন করতে প্রশাসন ধারাবাহিক পদক্ষেপ নেবে।”

Post a Comment

নবীনতর পূর্বতন