সন্ধানে বাংলাদেশ সংবাদ

 



দিনাজপুরে ৮ লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচি: সাংবাদিকদের সঙ্গে জেলা প্রশাসকের মতবিনিময়


মো:মেহেদী হাসান ফুয়াদ 

দিনাজপুর জেলা প্রতিনিধি


সবুজায়নের মহাপরিকল্পনার অংশ হিসেবে দিনাজপুর জেলায় ৮ লক্ষ বৃক্ষরোপণের উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন। এ লক্ষ্যে বৃহস্পতিবার (০৩ জুলাই) জেলা প্রশাসকের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।


সভায় সভাপতিত্ব করেন দিনাজপুরের জেলা প্রশাসক রফিকুল ইসলাম। তিনি জানান, চলতি বছর জেলায় সর্বমোট ৮ লক্ষ গাছ রোপণের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। আগামী ১৯ জুলাই একযোগে এই বৃক্ষরোপন কর্মসূচী অনুষ্ঠিত হবে। এই কর্মসূচির উদ্দেশ্য শুধু বৃক্ষরোপণ নয়, বরং পরিবেশ সুরক্ষা, জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব মোকাবিলা এবং আগামী প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পরিবেশ গড়ে তোলা।জেলা প্রশাসক বলেন, "দিনাজপুরের প্রতিটি উপজেলা, শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও বাসাবাড়িতে বৃক্ষরোপণের মাধ্যমে আমরা একটি সবুজ জেলার রূপকল্প বাস্তবায়নে কাজ করছি। জনগণের সক্রিয় অংশগ্রহণ ছাড়া এই উদ্যোগ সফল করা সম্ভব নয়।"

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন দিনাজপুর প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ ও জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশগ্রহণ করেন। তারা কর্মসূচির বাস্তবায়ন, পর্যবেক্ষণ ও টেকসই রক্ষণাবেক্ষণ নিয়ে বিভিন্ন প্রশ্ন ও মতামত তুলে ধরেন।

Post a Comment

أحدث أقدم