সন্ধানে বাংলাদেশ সংবাদ



 বদলগাছীর সোহাসা গ্রামের রাস্তার বেহাল দশা!

সংস্কারের অভাবে জনদুর্ভোগ চরমে



এস এম মোস্তাকিম, বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি।



নওগাঁর বদলগাছী উপজেলার সদর ইউপির সোহাসা উওরপাড়া থেকে ডিপের ঘর পর্যন্ত একটি গুরুত্বপূর্ণ রাস্তা দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন গ্রামবাসী।


সোহাসা গ্রামের ডিপের ঘর সংলগ্ন প্রায় এক কিলোমিটার দীর্ঘ এই রাস্তাটি এখন মরণফাঁদে পরিণত হয়েছে। সামান্য বৃষ্টিতেই কাঁদা-পানিতে একাকার হয়ে যাওয়ায় যাতায়াত ব্যবস্থা প্রায় ভেঙে পড়েছে।


সরেজমিনে গিয়ে দেখা যায়, রাস্তাটির বেহাল দশা। 

বৃষ্টির পানিতে এই গর্তগুলো ভরে থাকায় প্রায়ই ঘটছে ছোট-বড় দুর্ঘটনা। রাস্তাটি দিয়ে সোহাসা উওর পাড়া আদিবাসীপাড়ার মানুষজন উপজেলা সদর ও স্থানীয় হাট-বাজারে যাতায়াত করেন।



ভুক্তভোগী গ্রামবাসীরা জানান, এই রাস্তাটি দিয়ে প্রতিদিন শিক্ষার্থী, কৃষক এবং সাধারণ মানুষ চলাচল করে। কিন্তু রাস্তার বেহাল দশার কারণে সবচেয়ে বেশি বিপাকে পড়েছে এই গ্রাম বাসীগণ।


সোহাসা গ্রামের বাসিন্দা লিটন বলেন, "বহু বছর ধরে এই রাস্তাটা এমন ভাঙা। কতজনকে যে বললাম, কেউ শোনে না। বর্ষাকালে তো চলাচল করতে খুব কষ্ট হয়। ছেলেমেয়েরা ঠিকমতো স্কুলে যেতে পারে না। বিকল্প হিসেবে অন্য রাস্তা দিয়ে ঘুরে যাতায়াত করতে হয় যা ছেলে মেয়েদের খুবই কষ্ট হয়। 



দশম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুন আক্তার জানায়, "প্রতিদিন কাঁদা মাড়িয়ে স্কুলে যেতে হয়। জামাকাপড় নষ্ট হয়ে যায়। অনেক সময় পিছলে পড়ে বই-খাতা ভিজে যায়, তখন আর ক্লাস করার উপায় থাকে না।"



এই রাস্তা দিয়ে কৃষকদের উৎপাদিত পণ্য বাজারে নিয়ে যাওয়াও একটি বড় চ্যালেঞ্জ। অটোরিকশা চালক রতন বলেন, "এই রাস্তায় গাড়ি নিয়ে ঢুকতে মন চায় না। গাড়ির অনেক ক্ষতি হয়। বাধ্য হয়ে অন্য রাস্তা দিয়ে ঘুরে ভাড়া মারতে হয়। 


এ বিষয়ে বদলগাছী উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান ছনির সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, "রাস্তাটির দুর্ভোগের বিষয়টি আমরা অবগত হয়েছি।

 এটি সংস্কারের জন্য আমরা ইতোমধ্যে উপজেলা প্রকৌশল দপ্তরে (LGED) অবহিত করেছি। আগামীতে বরাদ্দ পেলেই কাজ শুরু করা সম্ভব হবে।


এলাকাবাসীর দাবি, আর কোনো আশ্বাস নয়, দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া হোক। এই গুরুত্বপূর্ণ রাস্তাটি সংস্কার করে তাদের দীর্ঘদিনের ভোগান্তি লাঘব করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন।

Post a Comment

নবীনতর পূর্বতন