কুড়িগ্রামে মাইলস্টোন স্কুল এন্ড কলেজের দুর্ঘটনায় জেলা জাতীয়তাবাদী দল এর মিলাদ ও দোয়া মাহফিল
মুতাসিম বিল্লাহ তানিম
জেলা প্রতিনিধি কুড়িগ্রাম
মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের দুর্ঘটনায় নিহতদের রুহের মাগফেরাত ও আহতদের দ্রুত আরোগ্য কামনায় মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কুড়িগ্রাম জেলা শাখা।
মঙ্গলবার (২২ জুলাই) বিকেলে কুড়িগ্রাম জেলা বিএনপির কার্যালয়ে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে দলের জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। মাহফিলে দুর্ঘটনায় নিহতদের আত্মার শান্তি কামনা ও আহতদের দ্রুত সুস্থতা চেয়ে বিশেষ মোনাজাত করা হয়।অনুষ্ঠানে জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা, সদস্য সচিব সোহেল হোসাইন কায়কোবাদ সহ দলীয় অন্যান্য নেতৃবৃন্দ সংক্ষিপ্ত বক্তব্যে বলেন—
“এই দুর্ঘটনায় আমরা মর্মাহত। তরতাজা শিক্ষার্থীদের প্রাণহানি জাতির জন্য অপূরণীয় ক্ষতি। বিএনপি পরিবার এই শোকাহত পরিবারের পাশে রয়েছে এবং দোয়ার মাধ্যমে তাদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছে।”
দোয়া মাহফিল শেষে নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।
إرسال تعليق