আদমদীঘিতে মোটর সাইকেল দুর্ঘটনায় সাংবাদিক আহত
মোঃ মিজানুর রহমান মানিক ক্রাইম রিপোর্টার নওগাঁঃ
বগুড়ার আদমদীঘিতে সড়ক দুর্ঘটনায় সাংবাদিক নাদিম আহমেদ অনিক গুরুতর আহত হয়েছেন। আজ সোমবার সকাল দশটার সময় উপজেলার তালসন বাজারে একটি মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষে এ ঘটনা ঘটে। নাদিম আহমেদ অনিক খবর বাংলাদেশ পত্রিকার নওগাঁ জেলা প্রতিনিধি তিনি নওগাঁ শহরের পার নওগাঁ এলাকার স্থায়ী বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে নাদিম আহমেদ অনিক একটি কাজে তালসন বাজারে যাচ্ছিলেন। সেখানে পৌঁছিলে বিপরীত দিক থেকে আসা একটি মোটর সাইকেল তার মোটর সাইকেল এর সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটে এতে নাদিম আহমেদ সেটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা এগিয়ে এসে তাহাকে উদ্ধার করে আদমদীঘি হাসপাতালে ভর্তি করে দেন। তার অবস্থা আশঙ্কাজনক হলে পরে নওগাঁ সদর হাসপাতালে স্থানান্তর করা হয়
একটি মন্তব্য পোস্ট করুন