সন্ধানে বাংলাদেশ সংবাদ

 



উলিপুরে সাবেক মেয়র ও এমপি পুত্রের বিরুদ্ধে মামলা

কুড়িগ্রাম প্রতিনিধি,


কুড়িগ্রামের উলিপুরে ২০২১ সালে পৌরসভা নির্বাচন চলাকালীন সময়ে এক বিএনপি নেতার কাছে চাঁদা দাবী করে না পেয়ে তাকে মারধর করার অভিযোগে আওয়ামীগের সাবেক মেয়র ও সাবেক এমপির ছেলেসহ ৩৬ জনের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আব্দুর রশিদ সরকার বাদী হয়ে রোববার (১৩ জুলাই) রাতে এ মামলা করেন। উলিপুর থানার ওসি বিষয়টি নিশ্চিত করেছেন।


মামলা ও বিএনপি সূত্রে জানা গেছে, ২০২১ সালে পৌরসভা নির্বাচন চলাকালীন সময়ে ২৬ জানুয়ারী রাতে ধানের শীষ প্রতীকের প্রার্থী হায়দার আলী মিয়ার পক্ষে প্রচারনা শেষে বাড়ি ফিরছিলেন তৎকালীন উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুর রশিদ সরকার। তিনি পৌর শহরের কেরামত উল্যাহ মার্কেটের আল স্বাদ হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের সামনে আসলে তার পথরোধ করা হয়। এ সময় ওই নির্বাচনে নৌকা মার্কার মেয়র প্রার্থী মামুন সরকার মিঠু ও তৎকালীন কুড়িগ্রাম-৩ আসনের এমপি অধ্যাপক এম.এ মতিনের ছেলে সালমান হাসান ডেভিড মারজানের নেতৃত্বে ছাত্রলীগ-যুবলীগ এবং আওয়ামীলীগের নেতাকর্মীরা তাকে আটক করে চাঁদাদাবী করেন এবং বেধড়ক মারপিট গুরুত্বর আহত করেন। এ সময় তার কাছে থাকা ৫ হাজার ৫শত টাকা ও একটি মোবাইল ফোন ছিনিয়ে নেয়া হয়।


ওই বিএনপি নেতা মামলায় আরও উল্লেখ করেন, আহত হওয়ার পর নিরাপত্তার অভাবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে পারেনি। এছাড়া ওই সময় থানায় মামলা দিতে গেলে থানা পুলিশ তা গ্রহণ করেনি। এ ঘটনার চুয়ান্ন মাস পর ভূক্তভোগী উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আব্দুর রশিদ সরকার বাদী হয়ে রোববার (১৩ জুলাই) রাতে একটি মামলা করেন। মামলায় তিনি সাবেক মেয়র মামুন সরকার মিঠু ও কুড়িগ্রাম-৩ আসনের সাবেক এমপি অধ্যাপক এম.এ মতিনের ছেলে সালমান হাসান ডেভিড মারজানসহ ২০ জন নামীয় ও অজ্ঞাত নামা ১৬ জনের বিরুদ্ধে চাঁদাবাজী ও তাকে মারধর করে আহত করার অভিযোগে মামলা করেন। মামলা নং-১৬। উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, আসামীদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।

Post a Comment

নবীনতর পূর্বতন