সন্ধানে বাংলাদেশ সংবাদ

 



তজুমদ্দিনে বিধবাকে ধর্ষণ: গ্রেফতার দুই আওয়ামী কর্মী 


খন্দকার নিরব, ভোলা প্রতিনিধি:

ভোলার তজুমদ্দিন উপজেলার চাঁচড়া ইউনিয়নে বিধবা নারীকে ধর্ষণ করে মোবাইলে ভিডিও ধারণের মামলায় প্রধান আসামি গিয়াসউদ্দিন ও অপর আসামি রাসেলকে গ্রেফতার করেছে পুলিশ।


গ্রেফতারকৃত গিয়াসউদ্দিন চাঁচড়া ইউনিয়ন আওয়ামী’লীগের কর্মী ও মো. রাসেল একই ইউনিয়নের যুবলীগ কর্মী।


তজুমদ্দিন থানা অফিসার ইনচার্জ মহাব্বত খান জানিয়েছেন, সোমবার (৭ জুলাই) রাত ১০ টায় তজুমদ্দিন থানা পুলিশের অভিযানে ধর্ষণ মামলার প্রধান আসামি গিয়াসউদ্দিনকে চর কচুয়া এলাকা থেকে ও অপর আসামি মো. রাসেলকে চর লতিফ এলাকা থেকে গ্রেফতার করা হয়।


উল্লেখ্য, গত (১০ জুন) রাতে ঘরের বাইরে গেলে মুখ চেপে ধরে গৃহবধূকে ধর্ষণ করে গিয়াসউদ্দিন ও সাথে থাকা রাসেল তার ভিডিও ধারণ করে এবং পালাক্রমে রাসেলও ধর্ষণের চেষ্টা করলে ঝাপটা দিয়ে বাসায় চলে যায় ভুক্তভোগী নারী। পরে ভাইকে মাদক মামলায় ফাঁসানো ও ভিডিও ফেসবুকে ছড়িয়ে দেওয়ার হুমকি দেয় অভিযুক্তরা।


রোববার (৭ জুলাই) ভুক্তভোগীর বড় ভাই বাদী হয়ে ধর্ষণের অভিযোগে থানায় মামলা করেন।

Post a Comment

أحدث أقدم