সুইহারী ইউনিয়ন ক্লাবের উদ্যোগে রাজু স্মৃতি দাবা প্রতিযোগিতার ফাইনাল খেলার পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন
মো:মেহেদী হাসান ফুয়াদ
দিনাজপুর জেলা প্রতিনিধি
দিনাজপুর শহরের সুইহারী ইউনিয়ন ক্লাবের উদ্যোগে রাজু স্মৃতি দাবা প্রতিযোগিতার ফাইনাল খেলার পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
শুক্রবার (১৮ জুলাই ২০২৫) বাদ মাগরিব সুইহারী ইউনিয়ন ক্লাব প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর পৌরসভার প্রশাসক ও দিনাজপুর স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মোঃ রিয়াজ উদ্দীন।
সুইহারী ইউনিয়ন ক্লাবের আহবায়ক মোঃ রাশেদুজ্জামান রাশেদের সভাপতিত্বে অনুষ্ঠানে
বিশেষ অতিথি হিসেবে
উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও দিনাজপুর পৌরসভার সাবেক প্যানেল মেয়র মুরাদ আহম্মেদ, জেলা বিএনপির সহ-সভাপতি ও দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি'র
সিনিয়র সহ-সভাপতি মোঃ আখতারুজ্জামান জুয়েল, আলহাজ্ব মোঃ হাফিজুর রহমান সরকার, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম দিনাজপুর জেলা ইউনিটের আহবায়ক এ্যাড. আব্দুল হালিম, দিনাজপুর জেলা বিএনপি সাবেক যুগ্ম আহ্বায়ক ও দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি'র পরিচালক আলহাজ্ব মোস্তফা কামাল মিলন ও দিনাজপুর পৌরসভার নির্বাহী প্রকৌশলী মোঃ মিনারুল ইসলাম খান।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত দিনাজপুরের বিশিষ্ট সমাজসেবক ফিরোজ খান রাজ, মরহুম রাজু আহম্মেদের স্ত্রী মোছাঃ শিল্পী আহম্মেদ প্রমূখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন
সুইহারী ইউনিয়ন ক্লাবের
ভারপ্রাপ্ত সদস্য সচিব আব্দুস সবুর।
সবশেষে অনুষ্ঠানের প্রধান অতিথি মোঃ রিযাজন উদ্দীন অন্যান্য অতিথিদের সাথে নিয়ে দাবা প্রতিযোগিতায় বিজয়ী চ্যাম্পিয়ন ও রানার আপ প্রতিযোগির হাতে পুরস্কার তুলে দেন।
একটি মন্তব্য পোস্ট করুন