রাজশাহীর দুর্গাপুরে জেন্ডার, গণতন্ত্র, সুশাসন ও জলবায়ু বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
দুর্গাপুর প্রতিনিধিঃ
রাজশাহীর দুর্গাপুর হাটকানপাড়া জোবেদা ডিগ্রী কলেজে জেন্ডার, গণতন্ত্র, সুশাসন ও জলবায়ু বিষয়ক যুব ও স্বেচ্ছাসেবকদের সংবেদনশীলতা তৈরী বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৮ জুলাই) সকাল ৯.৩০ থেকে দুপুর ১ টা পর্যন্ত খান ফাউন্ডেশন রাজশাহীর বাস্তবায়নে, সমতা নারী কল্যাণ সংস্থার সহযোগিতায় এবং অগ্রগামী উন্নয়ন সংস্থার তত্ত্বাবধানে হওয়া এই কর্মশালাটি প্রায় সাড়ে তিন ঘন্টা ব্যাপী অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে অত্র কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ড. মোঃ বদরুজ্জামান শুভেচ্ছা বক্তব্যে বলেন দেশের এই সংকট পূর্ণ অবস্থায় এনজিও প্রতিষ্ঠান যে উদ্যোগ নিয়ে আমাদের প্রতিষ্ঠানে সচেতনতামুলক কর্মশালার আয়োজন করেছেন তার জন্য আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি।
কর্মশালাটি সঞ্চালনা করেন জেলা প্রজেক্ট অফিসার (DPO) মোঃ সাইফুল ইসলাম। এই সময় বক্তারা বিভিন্ন বিষয় তুলে ধরেন, এর মধ্যে ছিলেন প্রজেক্ট অফিসার শিরনা আক্তার, নিমাই সরকার ও অন্যান্য সম্মানিত অতিথিরা।
এসময় উপস্থিত ছিলেন অগ্রগামী উন্নয়ন সংস্থার পরিচালক জনাব মোঃ রবিউল ইসলাম, আলিপুর প্রত্যাশা সংগঠনের সভাপতি জনাব মোঃ সোহেল চৌধুরী এবং ডেফোডিলের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ কাউসার আহমেদসহ কলেজের সকল শিক্ষক, কর্মচারী ও ছাত্র-ছাত্রীরা।
অগ্রগামীর প্রতিষ্ঠাতা পরিচালক রবিউল ইসলাম বলেন,এই কর্মশালার উদ্দেশ্য হলো সমাজের বিভিন্ন জটিল সমস্যার সম্পর্কে যুবকদের সচেতন করে তোলা এবং সুশাসনের প্রতি তাদের ভূমিকা জাগ্রত করা। এর ফলে, আগামীতে আরও কর্মকান্ডে যুবকরা নিজেদের ক্ষমতায়ন এবং সমাজ উন্নয়নে আরো বেশি ভূমিকা রাখতে আমাদের এমন কর্মশালা চলমান থাকবে।
কর্মশালার শেষে একটি কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় যেখানে তিনজন বিজয়ীকে পুরস্কৃত করা হয়। পাশাপাশি সকল অংশগ্রহণকারীদের মধ্যে পুরস্কার বিতরণীর মাধ্যমে অনুষ্ঠানটির সমাপ্তি ঘোষণা করা হয়।
إرسال تعليق