সন্ধানে বাংলাদেশ সংবাদ

 



রূপগঞ্জে ব্যবসায়ী মামুন হত্যা মামলার দুই আসামী গ্রেফতার


রূপগঞ্জ(নারায়ণগঞ্জ)প্রতিনিধি


নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভুলতা ইউনিয়নের মাঝিপাড়া এলাকার ব্যবসায়ী মামুন ভুঁইয়া(৩৫) হত্যা মামলার প্রধান আসামী জাহিদুল ইসলাম বাবু(২৩) ও রাসেল ফকিরকে(২৫) গ্রেফতার করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা যৌথ অভিযান চালিয়ে গতকাল ১০জুলাই বৃহস্পতিবার ভোরে শরিয়তপুর জেলা সদর থেকে জাহিদুল ইসলাম বাবুকে ও গত ৯জুলাই ভোরে হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ থানার রেলস্টেশন এলাকা থেকে রাসেল ফকিরকে গ্রেফতার করে। জাহিদুল ইসলাম বাবুর বাড়ি ভুলতা মাঝিপাড়া ও রাসেল ফকিরের বাড়ি গোলাকান্দাইল এলাকায়।

 রূপগঞ্জ থানা ওসি মোহাম্মদ তরিকুল ইসলাম বলেন, ব্যবসায়ী মামুন হত্যার ঘটনায় তার ভাই বাদল ভুঁইয়া বাদী হয়ে ১৬জনকে নামীয় ও অজ্ঞাত ১০/১২জনকে আসামী করে রূপগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন। গ্রেফতারকৃত আসামী জাহিদুল ইসলাম বাবু ও রাসেল ফকিরকে নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।  

 উল্লেখ্য গত ১০ জুন মাঝিপাড়া গ্রামের আব্দুল মান্নান ভুঁইয়ার ছেলে ব্যবসায়ী মামুন ভুঁইয়াকে(৩৫) দুর্বৃত্তরা গুলি করে হত্যা করেন

Post a Comment

নবীনতর পূর্বতন