কুড়িগ্রামে ভুয়া ডিবি সেজে প্রতারণা, দুইজন আটক
২৮ শে জুলাই ২০২৫
কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে ভুয়া ডিবি (গোয়েন্দা পুলিশ) পরিচয়ে প্রতারণার চেষ্টাকালে দুই ব্যক্তিকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছেন স্থানীয় জনতা।
সোমবার (২৮ জুলাই) বিকেলে উপজেলার পাথরডুবী ইউনিয়নের ঝুঁকিয়া প্রাথমিক বিদ্যালয়ের পাশে নারিকেল তলা মোড়ে এ ঘটনা ঘটে।
আটক দুই ব্যক্তি হলেন, রংপুরের মোস্তাফিজার রহমান ও স্থানীয় খলিলুর রহমান। তারা এক মহিলার কাছ থেকে চাকরি দেওয়ার কথা বলে জোরপূর্বক টাকা আদায়ের চেষ্টা করেন।
এমনকি তার কাছ থেকে ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর নেয়ার চেষ্টাও চালান তারা।
স্থানীয়রা ঘটনার সময় বিষয়টি বুঝতে পেরে তাদের ধরে ফেলেন এবং পরে ভুরুঙ্গামারী থানা পুলিশের হাতে তুলে দেন।
ভুরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল হেলাল মাহমুদ বলেন, আটকদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মুতাসিম বিল্লাহ তানিম
জেলা প্রতিনিধি কুড়িগ্রাম
একটি মন্তব্য পোস্ট করুন