সন্ধানে বাংলাদেশ সংবাদ

 



উলিপুর উপজেলায় শ্রেষ্ঠ শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ



নূর মোহাম্মদ (রোকন) কুড়িগ্রাম সংবাদদাতা:



শিক্ষার গুণগত মানোন্নয়ন এবং শিক্ষার্থীদের উৎসাহ প্রদানে কুড়িগ্রামের উলিপুর উপজেলায় অনুষ্ঠিত হয়েছে এক বর্ণাঢ্য পুরস্কার বিতরণী অনুষ্ঠান। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে ২৩ জুলাই ২০২৫ খ্রিষ্টাব্দ, বুধবার, দুপুরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলার জেলা শিক্ষা অফিসার মোঃ শফিকুল ইসলাম। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নয়ন কুমার সাহা।


বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী জেলা শিক্ষা অফিসার আব্দুল হাই সিদ্দিকি এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবু সাঈদ মোঃ আব্দুল ওয়াহিদ।


অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিবৃন্দ ২০২২ ও ২০২৩ শিক্ষাবর্ষে এসএসসি, এইচএসসি ও সমমানের পরীক্ষায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শ্রেষ্ঠ ফলাফল অর্জনকারী ৩৫ জন শিক্ষার্থীর হাতে ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন। এতে অংশগ্রহণকারী ১৬টি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পুরস্কার লাভ করেন।


বক্তব্য প্রদান করেন জুম্মাহাট ফাজিল ডিগ্রি মাদ্রাসার শিক্ষার্থী মোছাঃ রুজিনা আক্তার, অভিভাবক মোঃ দায়িব সরকার, উলিপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছাঃ ওয়ালেদা বেগম, কামাল খামার আলিম মাদ্রাসার শিক্ষক মোঃ লিয়াকত আলী, এবং উলিপুর সরকারি কলেজের অধ্যাপক শফিকুল ইসলাম।


বক্তারা বলেন, “শিক্ষাই জাতির মেরুদণ্ড। আগামী প্রজন্মকে সুশিক্ষিত ও নৈতিকতাসম্পন্ন মানুষ হিসেবে গড়ে তুলতে শিক্ষক, অভিভাবক এবং প্রশাসনের যৌথ উদ্যোগ অপরিহার্য।”


পুরস্কার বিতরণী অনুষ্ঠানটি প্রাণবন্ত ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়। শিক্ষার্থীরা দারুণ উচ্ছ্বাস ও আনন্দ প্রকাশ করে। তারা বলেন, এ ধরনের স্বীকৃতি ভবিষ্যতের জন্য তাদের অনুপ্রেরণা যোগাবে।


অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শতাধিক শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন। শিক্ষার্থীদের আগেই তাদের নিজ নিজ ব্যাংক হিসাবে সরকারি সহায়তার অর্থ প্রদান করা হয়।


এ আয়োজন শিক্ষার্থীদের উৎসাহিত করেছে এবং শিক্ষাক্ষেত্রে একটি ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করেছে বলে জানান আয়োজকরা।

Post a Comment

নবীনতর পূর্বতন