সন্ধানে বাংলাদেশ সংবাদ

 



দিনাজপুর মেডিকেল মোড়ে ফুটপাত দখলমুক্ত করল প্রশাসন, সরানো হচ্ছে অবৈধ স্থাপনা 


মো:মেহেদী হাসান ফুয়াদ 

দিনাজপুর জেলা প্রতিনিধি


দিনাজপুর শহরের অন্যতম গুরুত্বপূর্ণ স্থান মেডিকেল কলেজ মোড় এলাকায় ফুটপাত দখল করে থাকা অবৈধ দোকানপাট অন্যত্র সরিয়ে দিয়েছে জেলা প্রশাসন।


বৃহস্পতিবার (১০ জুলাই) সকাল ১১টা থেকে অভিযান পরিচালনা করা হয়। অভিযানের নেতৃত্ব দেন দিনাজপুর জেলা প্রশাসনের সরকারি কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অভ্র জ্যোতি বড়াল।


অভিযানের সময় ফুটপাতের ওপর গড়ে ওঠা বিভিন্ন চায়ের দোকান, ফলের দোকান ও অস্থায়ী হোটেল অন্যত্র সরিয়ে দেওয়া হয়। দীর্ঘদিন ধরে এই দোকানগুলো ফুটপাত দখল করে রাখায় পথচারীদের চলাচলে চরম ভোগান্তি হচ্ছিল।


ম্যাজিস্ট্রেট অভ্র জ্যোতি বড়াল জানান, জনসাধারণের চলাচলের সুবিধার্থে ফুটপাত দখলমুক্ত করা হয়েছে। যত্রতত্র দোকান বসিয়ে ফুটপাত দখল করে রাখা যাবে না। জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিত চলবে।


স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে ফুটপাত দখল করে দোকান বসানোর কারণে রাস্তার স্বাভাবিক প্রশস্ততা নষ্ট হয়ে গেছে। এতে একদিকে পথচারীরা ফুটপাত ব্যবহার করতে পারছেন না, অন্যদিকে যানবাহনের চলাচল বাধাগ্রস্ত হচ্ছে। এ অবস্থায় প্রতিদিনই সৃষ্টি হচ্ছে যানজট, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি। জনদুর্ভোগ কমাতে ফুটপাত থেকে অবৈধ দখল সরানো এখন সময়ের দাবি।

Post a Comment

নবীনতর পূর্বতন