সন্ধানে বাংলাদেশ সংবাদ

 



দিনাজপুরে আল-ফালাহ্ আ'ম উন্নয়ন সংস্থা-এর বাস্তবায়নে বিএনএফ- এর আর্থিক সহায়তায় বিনামূল্যে ছাগল বিতরণ


মো:মেহেদী হাসান ফুয়াদ 

দিনাজপুর জেলা প্রতিনিধি


আল-ফালাহ্ আ'ম উন্নয়ন সংস্থা এর বাস্তবায়নে ও বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন (বিএনএফ) এর আর্থিক সহায়তায় ভিক্ষুক পুনর্বাসনে বিনামূল্যে ছাগল বিতরণ ও ছাগল পালন বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠান ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। 

৮ জুলাই ২০২৫ মঙ্গলবার সকাল ১১ টায় রাজবাটী সংগঠনের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত ভিক্ষুক পুনর্বাসনের ছাগল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর সদর উপজেলা নির্বাহী অফিসার মিজ শাহীন সুলতানা। অনুষ্ঠিত অনুষ্ঠানে আল-ফালাহ্ আ'ম উন্নয়ন সংস্থা দিনাজপুর জেলা কার্যালয়ের সভাপতি মোঃ আমিনুল করিম আমু এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর সদর উপজেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ আব্দুল মতিন, দিনাজপুর সদর উপজেলা যুব উন্নয়ন অফিসার মোঃ মতিউর রহমান, আল-ফালাহ্ আ'ম উন্নয়ন সংস্থার প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ মমতাজুল ইসলাম।


আল-ফালাহ্ আ'ম উন্নয়ন সংস্থা (আফাআউস) একটি বে-সরকারি স্বেচ্ছাসেবী স্থানীয় পর্যায়ের এনজিও। সংস্থাটি সরকারি-বেসরকারি সংস্থার অর্থায়নে দিনাজপুর জেলার ৯টি উপজেলায় ২০টি শাখা অফিসের মাধ্যমে দরিদ্র ও অধিকার বঞ্চিত লক্ষিত জনগোষ্ঠীকে ক্ষুদ্র বিনিয়োগের পাশাপাশি বিভিন্ন সামাজিক কার্যক্রম যেমন-মানবিক সাহায্য প্রদান, শীতবস্ত্র বিতরণ, কন্যা দায়গ্রস্থ পিতা-মাতাদের সাহায্য প্রদান, শিক্ষাবৃত্তি প্রদান, চিকিৎসা, পরিবেশ উন্নয়ন, নবায়নযোগ্য শক্তির সম্প্রসারণ কার্যক্রম, বিভিন্ন রাষ্ট্রীয় দিবস উৎযাপন, মসজিদ, মন্দির, আগুনে ঘর বাড়ী পুড়ে যাওয়া এমন ব্যক্তিদেরকে সহায়তা প্রদান করেছে এবং নাগরিক অধিকারসহ বিভিন্ন সামাজিক বিষয়ে প্রশিক্ষিত করে তাদের আত্মকর্মসংস্থান ও আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নে কাজ করছে। এরই ধারাবাহিকতায় বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন (বিএনএফ) কর্তৃক আর্থিক অনুদানে ভিক্ষুক পুনর্বাসন প্রকল্প বাস্তবায়নে প্রকল্পের লক্ষ্য ও উদ্দেশ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ রেখে বিএনএফ এর নির্দেশনা অনুযায়ী ভিক্ষুকদের মধ্যে ছাগল বিতরণে স্থানীয়ভাবে যাচাই-বাছাই করে ১০ জন উপকারভোগী নির্বাচন করা হয়েছে। ১০ জন উপকারভোগী-কে বিনামূল্যে ২টি করে মোট ২০ টি ছাগল প্রদান করা হয়েছে।

Post a Comment

أحدث أقدم