সন্ধানে বাংলাদেশ সংবাদ





 দিনাজপুরে তাঁতীদলের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত 


মো :মেহেদী হাসান ফুয়াদ 

দিনাজপুর জেলা প্রতিনিধি 


 শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছবি অবমাননা এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে অশালীন মন্তব্য ও কটুক্তির প্রতিবাদে দিনাজপুরে জাতীয়তাবাদী তাঁতীদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। 


সোমবার (২১ জুলাই) বিকেল চারটায় দিনাজপুর জেলা বিএনপির দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিল শেষে জেলা কার্যালয়ের সামনে এক সংক্ষিপ্ত পথ সভা অনুষ্ঠিত হয়। এই বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো: বকতিয়ার আহমেদ কচি (বর্তমানে বহিষ্কৃত), জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান বাদশা, বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ন আহবায়ক দিনাজপুর জেলা তাঁতী দলের সভাপতি মোঃ রেজাউল ইসলাম। সহ আরও অনেকে। বক্তারা তাদের বক্তব্যে জিয়াউর রহমানের অবমাননা এবং তারেক রহমানকে নিয়ে অশালীন মন্তব্যের তীব্র নিন্দা জানান এবং এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের প্রতি আহ্বান জানান। প্রধান অতিথির বক্তব্যে মো: বকতিয়ার আহমেদ কচি বলেন, 'জিয়াউর রহমান আমাদের জাতির এক অবিস্মরণীয় নেতা। তার প্রতি অবমাননা আমাদের ইতিহাসকে অবমাননা করার সমতুল্য। জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ আনিসুর রহমান বাদশা বলেন, 'তারেক রহমানকে নিয়ে কটুক্তি করা মানে আমাদের দলীয় সাংগঠনিক শক্তিকে আঘাত করা।' এই প্রতিবাদ মিছিলের মাধ্যমে তাঁতীদল এটাও জানিয়ে দেয় যে, তারা রাজপথে থেকে এ ধরনের অপপ্রচারের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবে। এসময় জেলা বিএনপি'র দপ্তর সম্পাদক বাবু চৌধুরী,পৌর বিএনপির সহ-সভাপতি মোঃ আবুল কালাম আজাদ বাবু, 

পৌর বিএনপি'র ত্রাণ বিষয়ক সম্পাদক নাজিমুল হক লিটন, কৃষক দলের আহবায়ক মোঃ মুজিবুর রহমান মুজিব, জেলা বিএনপি'র সহ প্রচার সম্পাদক মোঃ হিরা, জেলা তাঁতীদলের সাধারণ সম্পাদক মোঃ হাসিনুর রহমান খান হাসু, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ফরহাদ হোসেন প্লাবন, তাঁতীদলের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সেলিম হোসেন, সহ - সাংগঠনিক আবিদ হোসেন চুন্নু, সদর উপজেলা তাঁতী দলের সভাপতি মোঃ বাবু, সিনিয়র সহসভাপতি মাসূদ রানা , সাধারণ সম্পাদক মো: মাসুদ খান , কোতয়ালী তাঁতী দলের সহ- সভাপতি শাহিন মিন্নাত খান,সাংগঠনিক সম্পাদক হেলাল সিদ্দিকী, সহ সাংগঠনিক সম্পাদক মুরাদ সিদ্দিকী, পৌর তাঁতি দলের ভারপ্রাপ্ত আহবায়ক রবিউল আলম, যুগ্ন আহবায়ক মেহদী হাসান শরীফ, সদস্য সচিব আবুল হোসেন খোকন, জেলা কমিটির সদস্য মনু, মুন। সহ জাতীয়তাবাদী তাঁতি দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Post a Comment

أحدث أقدم