চালতাবেড়িয়া অঞ্চলের সাড়ে চার কিলোমিটার দীর্ঘ কংক্রিটের রাস্তা বিধায়কের উপস্থিতে শুভ উদ্বোধন সূচনা করেন খাদ্যের কর্মদক্ষ গোপাল চন্দ্র সরদার .....
মোমিন আলি লস্কর জয়নগর:-
বাংলার উন্নয়ন কে অব্যাহত রাখতে জননেত্রী বাংলার উন্নয়নের কান্ডারী মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি অনুপ্রেরণায় বারুইপুর পূর্বের বিধান সভার বিধায়ক বিভাস সর্দারের ঐকান্তিক প্রচেষ্টায় চালতাবেড়িয়া অঞ্চলের উলুরদাঁড়ি গ্ৰামে সামনে অমর একুশে জুলাই শহীদ স্মরণে প্রাক্কালে তিনটি কংক্রিকেট রাস্তার শুভ উদ্বোধন উপস্থিত হয়ে চালতাবেড়িয়া অঞ্চলের অঞ্চল সভাপতি তথা জয়নগর এক নম্বর ব্লকের খাদ্যের কর্মদক্ষ গোপাল চন্দ্র সরদার কে নারিকেল ফাটিয়ে এবং রাস্তার কিছু মসলা দিয়ে শুভ উদ্বোধন অনুমতিদেন। বিধায়কের অনুমতিতে খাদ্যের কর্মদক্ষ গোপাল চন্দ্র সরদার মহাশয় এই রাস্তার শুভ উদ্বোধনের সূচনা করেন। শুভ উদ্বোধন পর বিধায়ক বিভাস সরদার সাংবাদিকের মুখোমুখি হয়ে বললেন একজন উন্নয়ন করে যাবে আর অন্য জন কেবলমাত্র মাথায় টুপি পরিয়ে যাবে । এছাড়া তিনি কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে একাধিক বিস্ফোরণ মন্তব্য করেন। এই অনুষ্ঠানে উপস্থিত বারুইপুর পূর্বের বিধান সভার বিধায়ক বিভাস সরদার,চালতাবেড়িয়া অঞ্চলের প্রাক্তন প্রধান সাহেবা পূর্নিমা মন্ডল তথা চালতাবেড়িয়া অঞ্চলের ২৪৯নম্বর বুথের সদস্যা,অঞ্চলের প্রধান সাহেবা আফরুজা মোল্লা, উপপ্রধান সাহেবা পারমিতা মন্ডল, অঞ্চলের অঞ্চল সভাপতি তথা জয়নগর এক নম্বর ব্লকের খাদ্যের কর্মদক্ষ গোপাল চন্দ্র সরদার মহাশয়,মহেশ হালদার, নাজিম উদ্দিন লস্কর,বাহার জমাদার, মোতালেব গায়েন, অঞ্চলের সমস্ত সদস্য ও সদস্যা এবং এই সভাটি পরিচালনা তত্ত্বাবধানে ছিলেন দীপঙ্কর মন্ডল,গ্ৰামের বিশিষ্ট ব্যাক্তিবর্গগন
একটি মন্তব্য পোস্ট করুন