সন্ধানে বাংলাদেশ সংবাদ

 



ঝিনাইদহের মহেশপুর উপজেলায় বিষপানে গ্রাম পুলিশের মর্মান্তিক মৃত্যু


ঝিনাইদহ প্রতিনিধি: মোঃ অমিদ হাসান 

ঝিনাইদহের মহেশপুর উপজেলার ফতেপুর ইউনিয়নের গোয়ালহুদা গ্রামের বাসিন্দা ও ৫ নম্বর ওয়ার্ডের গ্রাম পুলিশ সোহাগ মিয়া (৩২) বিষপানের পর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন।

রবিবার (১৩ জুলাই) বিকেল ৩টা ৩০ মিনিটে ঢাকার একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।


স্থানীয় সূত্রে জানা গেছে, পারিবারিক কলহের জের ধরে শনিবার (১২ জুলাই) সকালে সোহাগ মিয়া নিজ বাড়িতে বিষপান করেন। তাৎক্ষণিকভাবে পরিবারের লোকজন তাকে আশঙ্কাজনক অবস্থায় যশোর ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে দ্রুত ঢাকায় স্থানান্তর করা হয়। দীর্ঘ চেষ্টা সত্ত্বেও তাকে বাঁচানো সম্ভব হয়নি।


তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ফতেপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম হায়দার নান্টু। তিনি বলেন, “সোহাগ একজন দায়িত্ববান ও সৎ গ্রাম পুলিশ ছিলেন। তার এমন মর্মান্তিক মৃত্যু আমাদের সবাইকে শোকাহত করেছে।”


এ ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। সহকর্মী ও স্থানীয়রা সোহাগ মিয়ার অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।


মহেশপুর থানা পুলিশ জানিয়েছে, এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে এবং পরিবারের পক্ষ থেকেও একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

Post a Comment

أحدث أقدم