ট্যাপেন্টাডল ট্যাবলেট’সহ এক নারী আটক
মো:মেহেদী হাসান ফুয়াদ
দিনাজপুর জেলা প্রতিনিধি
বিরলে ট্যাপেন্টাডল ট্যাবলেট’সহ এক নারীকে গ্রেফতার করেছে বিরল থানা পুলিশ। এ সময় অভিযুক্ত মাদক ব্যবসায়ী নারীর স্বামী পালিয়ে যান।
শনিবার (২৬ মে) রাত ১০টা ১৫মিনিটে উপজেলার ১১নং পলাশবাড়ী ইউনিয়নের বড় বৈদ্যনাথপুর এলাকার মোঃ ছইফুল মোহাম্মদ এর স্ত্রী মোছাঃ সুফিয়া বেগম (৪৫)’কে গ্রেফতার করা হয়। এসময় মোঃ ছইফুল মোহাম্মদ (৫৭) পালিয়ে যান।
এ ঘটনায় বিরল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) সারণির ২৯(ক) ধারায় মামলা দায়ের করা হয়েছে।
মামলা সূত্রে জানা যায়, মাদক কারবারি স্বামী-স্ত্রী দুজনই নিজ বসতবাড়ির সামনে পাকা রাস্তায় অবৈধ মাদকদ্রব্য বিক্রয়ের কার্যক্রম পরিচালনা করার সময় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সেখানে গিয়ে উপস্থিত হলে মাদক কারবারি উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালানোর চেষ্টা করলে নারী পুলিশ এর সহায়তার মাদক কারবারি সুফিয়া বেগম’কে আটক করতে সক্ষম হয়। এ সময় তার দেহ তল্লাশী করে নেশা জাতীয় অবৈধ ১০পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করা হয় এবং ছইফুল ইসলাম তার হাতে থাকা ৩ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট রাস্তায় ফেলে পালিয়ে যান।
বিষয়টি নিশ্চিত করে বিরল থানা অফিসার ইনচার্জ আব্দুস ছবুর জানান, যারা মাদকের সাথে জড়িত তাদের কোন ক্রমেই ছাড় দেওয়া হবে না। গ্রেফতারকৃত মাদক কারবারি’কে রবিবার (২৭ জুলাই) দিনাজপুর আদালতে প্রেরণ করা হয়েছে এবং পলাতক মাদক কারবারিকে গ্রেফতারের কার্যক্রম চলমান রয়েছে।
إرسال تعليق