সন্ধানে বাংলাদেশ সংবাদ

 



কোটালীপাড়ায় বিশ্ব জনসংখ্যা দিবস ২০২৫।


 কোটালীপাড়া( গোপালগঞ্জ) প্রতিনিধি :- শেখ কামরুজ্জামান( রানা )।


 গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।


(১৪ জুলাই) রোজ সোমবার উপজেলা পরিষদ হলরুমে কোটালীপাড়া পরিবার পরিকল্পনা কার‌্যালয়ের আয়োজনে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।


উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা তানজিলা খানম সভাপতিত্বে করেন। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মাসুম বিল্লাহ (ভারপ্রাপ্ত)।


আলোচনা সভায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ কুমার মৃদুল দাস, উপজেলা কৃষি অফিসার দোলন চন্দ্র রায়, ডাঃ সৌমিত্র বিশ্বাস, পরিবার পরিকল্পনা পরিদর্শক মনি মোহন বাড়ৈ, পরিবার কল্যাণ পরিদর্শিকা শম্পা আক্তার ও পরিবার কল্যাণ সহকারী পাপিয়া আক্তার সভায়  বক্তব্য রাখেন।


সভাশেষে বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠত্ব অর্জনকারী হিসেবে পরিবার পরিকল্পনা পরিদর্শক গিরীন হীরা, পরিবার কল্যাণ পরিদর্শিকা নাজমুন নাহার, পরিবার পরিকল্পনা সহকারি শিখা রানী দাস, মেডিকেল এসিস্যান্ট অনিক রায়, আমতলী কেন্দ্র ও রাধাগঞ্জ ইউনিয়ন কে সম্মাননা প্রদান করেন।

১৪/৭/২৫ ইং 

 ০১৭৮০৬৬০১৮ /

Post a Comment

أحدث أقدم