কোটালীপাড়ায় সড়কের বেহাল দশা, চলাচলে দূর্ভোগ।
কোটালীপাড়া ( গোপালগঞ্জ) প্রতিনিধি :-
শেখ কামরুজ্জামান (রানা )।
গোপালগঞ্জ-পয়সার হাট সড়কের কোটালীপাড়া উপজেলা জিরো পয়েন্টে ভাঙ্গাচোরা আর খানাখন্দ সৃষ্টি হওয়ায় চরম দূর্ভোগ দেখা দিয়েছে। সড়কের এই বেহাল দশার কারনে ঘটছে একের পর এক দূর্ঘটনা। ভয় আর আতঙ্ক নিয়ে সড়কটিতে চলাচল করছে ছোট-বড় সকল প্রকার যানবাহন।
গোপালগঞ্জ-পয়সারহাট সড়কটি একটি ব্যস্ততম সড়ক। পায়রা বন্দর থেকে মংলা বন্দরে এবং বরিশাল থেকে দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলায় যাতায়াতের প্রবেশদার কোটালীপাড়া উপজেলা। যে কারনে প্রতিদিন হাজার হাজার যানবাহন চলাচল এই সড়ক দিয়ে। এই সড়কের কোটালীপাড়া উপজেলার জিরো পয়েন্ট পশ্চিমপাড় এলাকায় বড় বড় খানাখন্দ হওয়ায় সামান্য বৃষ্টিতেই হয়ে পড়ছে জলাবদ্ধতা। যে কারনে চলাচলের সময় প্রায়ই ভ্যান, ইজিবাইক, মোটরসাইকেলসহ ছোট ছোট যানবাহনগুলো এই গর্তে পরে প্রায়ই উল্টে পড়ছে। যার ফলে যাত্রীরা পড়ছে দূর্ঘটনার কবলে। বাস, ট্রাকসহ বড় গাড়িগুলো চলাচলে পানি ছিটকে পথচারীদের কর্দমাক্ত করে দিচ্ছে।
কমলকুঁড়ি বিদ্যানিকেতনের প্রধান শিক্ষক ইদ্রিস রহমান বলেন, চলাচলের সময় চোখের সামনে প্রতিদিন একাধিকবার দূর্ঘটনা ঘটতে দেখছি। উপজেলা সদরের ৭ টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ৫ হাজার শিক্ষার্থী এই সড়ক দিয়ে ছোট ছোট যানবাহনে চলাচল করতে গিয়ে দূর্ঘটনার কবলে পড়েছে। মাসের পর মাস সড়কটির এই বেহাল দশা হলেও সংস্কার হচ্ছে না।
উনসিয়ার ভ্যানচালক লাভলু শেখ বলেন, রাস্তাটির যেই অবস্থা তাতে যে কোন সময় বড় ধরনের কোন দূর্ঘটনা ঘটতে পারে। সড়কটি দ্রুত মেরামত করা খুবই জরুরী।
পরিবহন শ্রমিক আলম মিয়া বলেন, পশ্চিমপাড়ে সড়কটির অর্ধেকের বেশি স্থানে খানাখন্দ হওয়ায় ঝুঁকি নিয়ে যানবাহন চলাচল করছে। বৃষ্টির সময় এই সমস্যা আরো মারাত্নক হয়ে ওঠে। ভাঙ্গা অংশটুকু তারাতাড়ি মেরামত করা দরকার।
কোটালীপাড়ার ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসুম বিল্লাহ বলেনে, এটি একটি ব্যস্ততম সড়ক। ভাঙ্গা অংশটুকু মেরামতে জন্য সড়ক ও জনপথ বিভাগকে বলা হয়েছে। আশাকরছি দ্রুত এই সমস্যার সমাধান হবে।
সড়কটির সংস্কারের বিষয়ে জানতে গোপালগঞ্জ সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ আজহারুল ইসলামের মোবাইলে (01730782803) একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।
৮/৭/২৫ ইং
০১৭১৮০৬৬০১৮
إرسال تعليق