মাইলস্টোন কলেজে বিমান বিধ্বস্তে নিহতদের স্মরণে দিনাজপুরে ছাত্র ফ্রন্টের মোমবাতি প্রজ্জ্বলন
মোঃমেহেদী হাসান ফুয়াদ
দিনাজপুর জেলা প্রতিনিধি
মাইলস্টোন কলেজে বিমান বিধ্বস্তে নিহত ও আহতদের স্মরণে মোমবাতি প্রজ্জ্বলন করেছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট দিনাজপুর জেলা শাখা। একই সঙ্গে নিহতদের ক্ষতিপূরণ, আহতদের চিকিৎসা এবং ঘটনার দায় রাষ্ট্রকে নিতে আহ্বান জানানো হয়েছে।
বৃহস্পতিবার (২৪ জুলাই ২০২৫) সন্ধ্যা ৭টায় দিনাজপুর প্রেসক্লাবের সামনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচির শুরুতে মাইলস্টোন কলেজে বিমান বিধ্বস্তে নিহতদের স্মরণে ১ মিনিট নিরবতা পালন করা হয়।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন ছাত্র ফ্রন্ট দিনাজপুর জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি সুপ্রকাশ রায়, সাধারণ সম্পাদক মোখলেশুর রহমান হৃদয় ও সদস্য খোকন রাসহ অন্যান্য সদস্যরা।
বক্তারা বলেন, “মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে ৩১ জন শিক্ষার্থীর প্রাণহানির ঘটনায় আমরা গভীরভাবে শোকাহত। এ ঘটনা কোনো দুর্ঘটনা নয়, বরং কাঠামোগত হত্যাকাণ্ড। রাষ্ট্রীয় দায়িত্বহীনতা এই ট্র্যাজেডির জন্য প্রত্যক্ষভাবে দায়ী।”
তারা অভিযোগ করেন, “সরকার নিহতদের সঠিক সংখ্যা গোপন করেছে, আহতদের চিকিৎসায় পর্যাপ্ত উদ্যোগ নেয়নি এবং বরং পাবলিক ফান্ডিং আহ্বান করে দায়িত্ব এড়ানোর চেষ্টা করেছে।”
বক্তারা আরও বলেন, জনবহুল এলাকায় যান্ত্রিক ত্রুটিযুক্ত বিমানে প্রশিক্ষণ পরিচালনার সিদ্ধান্ত আত্মঘাতী। আমরা রাষ্ট্রীয় দায় স্বীকার, প্রকৃত মৃতের সংখ্যা প্রকাশ, আহতদের সর্বোচ্চ চিকিৎসা ও নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা নিশ্চিত করার দাবি জানাই। পাশাপাশি এমন ঘটনার পুনরাবৃত্তি রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানাই।
إرسال تعليق