সন্ধানে বাংলাদেশ সংবাদ

 



দিনাজপুরে সেন্ট যোসেফস স্কুলে বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন


মো:মেহেদী হাসান ফুয়াদ 

দিনাজপুর জেলা প্রতিনিধি 


বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে দিনাজপুরে সেন্ট যোসেফস স্কুল এর আয়োজনে বিজ্ঞান ও প্রযুক্তি মেলা-২০২৫ এর উদ্বোধন করা হয়েছে। ৩ জুলাই বৃহস্পতিবার উদ্বোধন করেন প্রধান অতিথি দিনাজপুর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিষ্ট্রেট মোঃ রফিকুল ইসলাম। বিজ্ঞান ও প্রযুক্তি মেলার মূলসুর ছিল “ আমার চিন্তা, আমার আবিস্কার”।

উদ্বোধনী অনুষ্ঠানে সেন্ট যোসেফস স্কুলের প্রধান শিক্ষক সিস্টার খ্রীষ্টিনা লিপি দেশাই এর সভাপতিত্বে বক্তব্য রাখেন বিশেষ অতিথি হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা বিজ্ঞান বিভাগের সাবেক চেয়ারম্যান প্রফেসর ড. মোঃ শাহাদৎ হোসেন খান, বিজ্ঞান ও প্রযুক্তি মেলা কমিটির আহবায়ক পবন রায়। 

প্রধান অতিথি দিনাজপুর জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম বলেন, আজকের শিক্ষার্থীরাই আগামীর দেশের ভবিষ্যৎ। নিজেকে ভাল মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। মাদকমুক্ত সমাজ গড়তে হবে। আলোকিত জীবন গড়তে হবে। তিনি শিক্ষার্থীদের উদ্যোশ্যে বলেন, পিতা-মাতাকে সম্মান করতে হবে। আসল শিক্ষক হল তারাই। প্রাইভেট, কোচিং, গাইড বই এসব পরিহার করতে হবে। মুল বই পড়লেই ভাল শিক্ষা পাওয়া সম্ভব। বই বুজে বুজে পড়তে হবে। ছবি অঙ্কন করে পড়বে। না বুজে মুখস্ত করা যাবে না। তাইলেই সঠিক শিক্ষা লাভ করবে। 

তিনি আরও বলেন, পড়ালেখার পাশাপাশি খেলাধুলা করতে হবে। খেলাধুলাই পারে মাদক থেকে মুক্ত করতে। একটি সমাজ ও পরিবারকে ধ্বংস করে দেয় মাদক। এই মাদকের বিরুদ্ধে কথা বলে খেলাধুলা। খেলাধুরা করলেই মন ও শরীর ভাল থাকে। 

এ ছাড়াও উপস্থিত ছিলেন সেন্ট যোসেফস স্কুলের সাবেক প্রধান শিক্ষক সিস্টার হেলেন গমেজ, বর্তমান সহকারী প্রধান শিক্ষক সিস্টার রোজী মুর্মু। সার্বিক সহযোগিতায় ছিলেন ক্রীড়া শিক্ষক মোঃ মামুর। অনুষ্ঠান সঞ্চালনে ছিলেন সহকারী শিক্ষক বেলী দাশ ও রমা রানী সাহা। 

বর্ণিল আয়োজনের মধ্যে ছিল স্কুলে সমাবেশ, জাতীয় সংগীত ও দলীয় সংগীত পরিবেশন ও জাতীয় পতাকা উত্তোলন, শপথ, গার্ড অব অনার, মঙ্গল প্রদীপ প্রজ্জলন, নৃত্য, শান্তির প্রতিক পায়রা অবমুক্ত ও ফিতা কেটে বিজ্ঞান মেলার উদ্বোধন করা হয়। বিজ্ঞান ও প্রযুক্তি মেলায় ২০৬টি স্টল প্রদর্শিত হয়।

Post a Comment

নবীনতর পূর্বতন