সন্ধানে বাংলাদেশ সংবাদ



 দিনাজপুরে কেয়ার স্পেশালাইজড হাসপাতালে বহির্বিভাগ চালু প্রসঙ্গে সংবাদ সম্মেলন


মো:মেহেদী হাসান ফুয়াদ 

দিনাজপুর জেলা প্রতিনিধি


জিয়া হার্ট ফাউন্ডেশনের তত্ত্বাবধানে কেয়ার স্পেশালাইজড জেনারেল হাসপাতাল দিনাজপুর পরিচালিত বহির্বিভাগ চালুকরণে ১৫ জুলাই ২০২৫ মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় জিয়া হার্ট ফাউন্ডেশন চত্বরের কেয়ার স্পেশালাইজড জেনারেল হাসপাতাল দিনাজপুরের বর্হিবিভাগে সংবাদ সম্মেলন করেছে কর্তৃপক্ষ।

উক্ত সংবাদ সম্মেলনে বলা হয়, জিয়া হার্ট ফাউন্ডেশন একটি স্বেচ্ছাসেবী অলাভজনক, নিজস্ব আয়ে পরিচালিত প্রতিষ্ঠান হিসেবে ১৯৯২ সালের ১৬ জুন প্রয়াত মন্ত্রী মরহুমা বেগম খুরশিদ জাহান হক এমপি এটি প্রতিষ্ঠা করেন। ২০০৩ সালের ২৩ এপ্রিল তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ১০০ শয্যা বিশিষ্ট জিয়া হার্ট ফাউন্ডেশন হাসপাতাল এন্ড রিসার্চ সেন্টার (১ম পর্যায়ে ৫০ শয্যা) শীর্ষক প্রকল্প কার্যক্রম উদ্বোধণ করেন। সেই সময় হতে পর্যায়ক্রমে ক্লোজ হার্ট সার্জারী, এনজিওগ্রাম, পিটিসিএ, ওপেন হার্ট সার্জারীসহ শিশু কার্ডিওলজি এবং নিউরো মেডিসিন, নিউরো সার্জারী, জেনারেল সার্জারী, অর্থোপেডিক সার্জারী, গাইনী এন্ড অবস্, ফিজিওথেরাপী ও ডেন্টাল বিভাগসহ জরুরী চিকিৎসা প্রদান করা হচ্ছে।

হৃদরোগ চিকিৎসার পাশাপাশি ওয়ান স্টেপ সার্ভিস নিশ্চিত করার লক্ষ্যে “কেয়ার স্পেশালাইজড জেনারেল হাসপাতাল দিনাজপুর এর কার্যক্রম শুরু হয়। সরকারি স্বাস্থ্য সেবা ব্যবস্থার সহযোগী হিসেবে সর্বস্তরের জনসাধারণের মানসম্মত প্রাথমিক স্বাস্থ্য সেবা নিশ্চিতকরণের অংশ হিসেবে কেয়ার স্পেশালাইজড জেনারেল হাসপাতাল দিনাজপুরের বর্হিবিভাগের কার্যক্রম গ্রহণ করা হয় এবং ২০২২ সালের ১৭ জুন বর্হিবিভাগ ভবনে কার্যক্রমের ভিত্তিপ্রস্তর স্থাপন উদ্বোধন করেন জিয়া হার্ট ফাউন্ডেশনের সভাপতি ড. হাসনাইন আকতার হক। বর্তমানে কেয়ার স্পেশালাইজড জেনারেল হাসপাতালের বর্হিবিভাগ কার্যক্রম শুরু হয়েছে। প্রতি টিকিটের মূল্য ৫০ টাকা এবং ১টি টিকিটে ২ বার বর্হিবিভাগে রোগী দেখানো যাবে। বহির্বিভাগে প্রতিদিন সকাল ১০ টা থেকে দুপুর ১টা এবং আমরা গৃহস্থলী মা-বোনদের ও কর্মজীবীদের সুবিধার্থে বিকাল ৩টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত বহির্বিভাগ চালু রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শুক্রবার ও সরকারি ছুটির দিন বহির্বিভাগের কার্যক্রম বন্ধ থাকবে। রোগী দেখার পাশাপাশি কর্তব্যরত চিকিৎসকদের পরামর্শক্রমে আল্ট্রাসনোগ্রাম ও প্রয়োজনীয় প্যাথলজীক্যাল পরীক্ষা মানসম্মতভাবে স্বল্পমূল্যে করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। পর্যায়ক্রমে এই সেবার পরিধি বৃদ্ধি করা হবে। বহির্বিভাগে পর্যায়কমে “নিরাপদ প্রসব সেন্টার” ও ডে কেয়ার সার্জারী বিভাগ চালু করার উদ্যোগ নেওয়া হবে। উক্ত সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন জিয়া হার্ট ফাউন্ডেশনের সাধারন সম্পাদক একেএম আজাদ। হাসপাতালের কার্যক্রম সমন্ধে স্বাগত বক্তব্য রাখেন জিয়া হার্ট ফাউন্ডেশনের যুগ্ম সম্পাদক ডাঃ মোঃ জিয়াউল হক। এসময় উপস্থিত ছিলেন জিয়া হার্ট ফাউন্ডেশনের যুগ্ম সম্পাদক আবু তাহের আবু, কোষাধ্যক্ষ মোঃ আনোয়ারুল কবির, নির্বাহী সদস্য আলহাজ¦ আবু বক্কর সিদ্দিক সহ ফাউন্ডেশনের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

Post a Comment

নবীনতর পূর্বতন