সন্ধানে বাংলাদেশ সংবাদ



 উলিপুরে জাসাসের কর্মী সভা অনুষ্ঠিত 


মাইনুল ইসলাম 

জেলা প্রতিনিধি কুড়িগ্রাম 



কুড়িগ্রাম উলিপুরে জাসাসের কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। ২৫ জুলাই সন্ধ্যা সাড়ে সাতটায় উলিপুর উপজেলা বিএনপি অফিসে 

মোঃ আজাহার উদ্দিন রাজার সভাপতিত্বে ও উজ্জ্বল সরকারের সঞ্চালনায় কর্মী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুড়িগ্রাম জেলা জাসাসের আহবায়ক জাকি মোঃ আহসান হাবিব (সজীব) ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উলিপুর পৌর বিএনপির আহ্বায়ক নুর মোহাম্মদ । বক্তব্য রাখেন, কুড়িগ্রাম জেলা জাসাসের সিনিয়র যুগ্ম আহবায়ক বিশিষ্ট সংগীত শিল্পী মোঃ রফিকুল ইসলাম রফিক, জেলা জাসাসের যুগ্ম আহবায়ক সাংবাদিক রফিকুল ইসলাম প্রমূখ। 


প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, জাসাস শুধু একটি সাংস্কৃতিক সংগঠন নয়, এটি একটি সামাজিক সংগঠনও। সমাজের বিভিন্ন সমস্যায় জাসাস অসহায় মানুষের পাশে দাড়াবে। জাসাসে সব পর্যায়ের লোকজন সদস্য হতে পারবে। পরে উপস্থিত সকল সদস্যের প্রস্তাবে আহবায়ক কমিটি গঠনের প্রস্তাবনা করা হয়।

Post a Comment

নবীনতর পূর্বতন