সন্ধানে বাংলাদেশ সংবাদ

 



মান্দায় বিকাশ ব্যবসায়ীর ওপর হামলা, ছিনতাই সাড়ে ৬ লাখ টাকা


মোঃ মিজানুর রহমান মানিক ক্রাইম রিপোর্টার নওগাঁঃ


নওগাঁর মান্দায় এক বিকাশ ব্যবসায়ীর ওপর হামলা চালিয়ে সাড়ে ৬ লাখ টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় এলাকায় সাধরণ জনগণ ও ব্যবসায়ীদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে।


বৃহস্পতিবার (১৭ জুলাই) রাত ১০টার দিকে উপজেলার সতিহাট বাজারের ধানহাটির পশ্চিম পাশের মোড়ে এ ছিনতাইয়ের ঘটনা ঘটে।


আহত ব্যবসায়ীর নাম মানিক সরকার (৪৫)। তিনি গনেশপুর ইউনিয়নের শ্রীরামপুর গ্রামের বাসিন্দা এবং মৃত মনিন্দ্রনাথ সরকারের ছেলে। বর্তমানে তিনি গুরুতর আহত অবস্থায় মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।


ভুক্তভোগী মানিক সরকার জানান, সতিহাট বাজারে 'সরকার ভ্যারাইটি স্টোর’ নামে তাঁর একটি দোকান রয়েছে। সেখানে তিনি মোবাইলফোন, ইলেকট্রনিক পণ্য বিক্রির পাশাপাশি বিকাশ ও নগদ লেনদেনের কাজ করে থাকেন। ঘটনার দিন রাত ১০টার দিকে দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে ধানহাটি মোড়ে পৌঁছালে পেছন থেকে কয়েকজন দুর্বৃত্ত লোহার রড দিয়ে তাঁর মাথায় আঘাত করে। এতে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। এরপর হামলাকারীরা তাঁকে এলোপাতাড়ি মারধর করে এবং সঙ্গে থাকা টাকার ব্যাগটি ছিনিয়ে নেয়। ব্যাগটিতে সাড়ে ৬ লাখ টাকা ছিলো বলে জানান তিনি।


আহতের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে তাঁকে গুরুতর অবস্থায় উদ্ধার করে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।


এ ঘটনায় সতিহাটসহ আশপাশের বাজারের ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। অনেকেই নিরাপত্তা হীনতায় ভুগছেন এবং দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।


মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান বলেন, সংবাদ পাওয়ার পরপরই পুলিশের একটি দল ঘটনাস্থলে পাঠানো হয়েছে। যদিও এখনো থানায় লিখিত অভিযোগ পাওয়া যায়নি, তবু ঘটনাটি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে। জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তার এবং ছিনতাই হওয়া টাকা উদ্ধারের চেষ্টা চলছে।

Post a Comment

নবীনতর পূর্বতন