হেমায়েত আলী লাইব্রেরির পাণ্ডুলিপি হস্তান্তর করলো ঢাকা বিশ্ববিদ্যালয়
মো:মেহেদী হাসান ফুয়াদ
দিনাজপুর জেলা প্রতিনিধি
ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারে প্রাচীন ও মধ্যযুগের ত্রিশ হাজারের অধিক পাণ্ডুলিপি সংরক্ষিত রয়েছে যা দক্ষিণ এশিয়ার অন্যতম বৃহৎ সংগ্রহ। এই সংগ্রহকে সমৃদ্ধ করার ক্ষেত্রে দিনাজপুরের হেমায়েত আলী পাবলিক লাইব্রেরি বিশেষ অবদান রেখেছে । এই লাইব্রেরি থেকে প্রাচীন ও মধ্য যুগের ১৭৫ বান্ডিল পাণ্ডুলিপি ঢাকায় নিয়ে গিয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয় গ্রন্থাগার। আজ সেই বান্ডিলগুলো আনুষ্ঠানিক ভাবে ফিরিয়ে দিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় গ্রন্থাগার কর্তৃপক্ষ। এ উপলক্ষে হেমায়েত আলী পাবলিক লাইব্রেরি সভাকক্ষে আয়োজিত পাণ্ডুলিপি হস্তান্তর অনুষ্ঠানে
সভাপতিত্ব করেন হেমায়েত আলী পাবলিক লাইব্রেরির নির্বাহী সদস্য শফিকুল ইসলাম। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক ড শহিদুল হাসান , দিনাজপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এস এম হাবিবুল হাসান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী গ্রন্থাগারিক (রিসার্চ) মো. আজিজুর রহমান খান, টেকনিকেল অফিসার মো. লিয়াকত আলী, সিনিয়র ল্যাবরেটরি এসিস্ট্যান্ট মো. রফিকুল ইসলাম হাওলাদার, অধ্যাপক মো. কামরুজ্জামান, দৈনিক উত্তর বাংলা সম্পাদক জিনাত রহমান, জুবিলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বুনু বিশ্বাস প্রমুখ বক্তব্য রাখেন। স্বাগত বক্তব্য রাখেন হেমায়েত আলী পাবলিক লাইব্রেরির গ্রন্থারিক মিজানুর রহমান ডাবলু। অনুষ্ঠানের শুরুতে বিমান দুর্ঘটনায় নিহত শিক্ষার্থীদের সরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। অনুষ্ঠান সঞ্চালন করেন সাংবাদিক ও গবেষক আজহারুল আজাদ জুয়েল। বক্তব্য দিতে
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক ড শহিদুল হাসান বলেন, অতীতে মানব সভ্যতা কেমন ছিল, মানুষের জীবনের কেমন ছিল টা জানার জন্য পান্ডুলিপি সংরক্ষণের প্রয়োজন রয়েছে।
এডিসি
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন হেমায়েত আলী লাইব্রেরির নির্বাহী সদস্য আলহাজ্ব সাইদুর রহমান, লায়লা চৌধুরী, সুফিয়া নাহার মঞ্জু, ইশতিয়াক চৌধুরী প্রিন্স, আকরাম হোসেন বাবলু প্রমুখ।
একটি মন্তব্য পোস্ট করুন