সন্ধানে বাংলাদেশ সংবাদ

 



কসবায় বিশ্ব জনসংখ্যা দিবস পালিত।


এসএম নাইমুল ইসলাম জিহাদ (স্টাফ রিপোর্টার)


আজ বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে বৃহস্পতিবার কসবা উপজেলায় নানা আয়োজনের মধ্য দিয়ে দিবসটি পালিত হয়েছে। ন্যায়সঙ্গত ও আশাব্যঞ্জক এক বিশ্বে তরুণদের নিজেদের কাঙ্ক্ষিত পরিবার গঠনের ক্ষমতায়ন করা এই প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তর অনুষ্ঠানের আয়োজন করে।


উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুবতাসিম ফুয়াদের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব ছামিউল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা জনাবা হাজেরা বেগম, এমসিএইচ-এফপির ডা. রওশন আরা, কসবা প্রেসক্লাবের সভাপতি আবুল খায়ের স্বপন, উপজেলা সাংবাদিক ফোরামের সভাপতি মো. সবুজ খান জয়, যুবনেতা মাসুদুল হক ভূঁইয়া দীপু, জিয়াউল হুদা শিপন, সিনিয়র শিক্ষক মো. শফিকুর রহমান, শিক্ষিকা রহিমা বেগম, সমাজকর্মী মো. আবুল কালাম আজাদ, আশরাফ উদ্দিন ও হিজবুল্লাহ খেলালি প্রমুখ।


প্রধান অতিথির বক্তব্যে ইউএনও ছামিউল ইসলাম বলেন, একটি উন্নত ভবিষ্যৎ গঠনে তরুণ প্রজন্মকে দক্ষ, সুশিক্ষিত ও সুস্বাস্থ্যের অধিকারী করে গড়ে তোলার কোনো বিকল্প নেই। বাংলাদেশের মোট জনসংখ্যার প্রায় ৩০ শতাংশ কিশোর-কিশোরী ও তরুণ। এই বিশাল জনগোষ্ঠীর সঠিক বিকাশই দেশের টেকসই উন্নয়ন ও সামাজিক স্থিতিশীলতার প্রধান চাবিকাঠি। ছেলে-মেয়ে নির্বিশেষে সবাইকে সমান সুযোগ দিয়ে একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে হবে।


সাংবাদিক মো. সবুজ খান জয় বলেন,

পরিবার পরিকল্পনা, মা ও শিশু স্বাস্থ্য এবং কৈশোরকালীন প্রজনন স্বাস্থ্যসেবা কর্মসূচির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করে তরুণদের অপার সম্ভাবনাকে কাজে লাগাতে হবে। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার দৃষ্টি আকর্ষণ করছি।


কসবা প্রেসক্লাবের সভাপতি আবুল খায়ের স্বপন বলেন, একটি সুস্থ, সচেতন ও সক্ষম জাতি গঠনে সরকারের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠান, উন্নয়ন সহযোগী সংস্থা, গণমাধ্যম ও সুশীল সমাজকে এগিয়ে আসতে হবে। সবাই মিলে কাজ করলেই বাংলাদেশকে উন্নতির শিখরে পৌঁছানো সম্ভব।

Post a Comment

নবীনতর পূর্বতন