ডাব্বা নামক জুয়া আর মাদকে সয়লাব তাহিরপুরের শ্রীপুর বাজার
ষ্টাফ রিপোটার
ডাব্বা নামক জুয়া আর মাদকে সয়লাব সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার শ্রীপুর বাজার। বাজারে মাদক আর জুয়া (ডাব্বা নামক)আসর বসছে প্রতিদিন ১০-১৫ দোকানে। আর এসব নিয়ন্ত্রণ করছে একটি চক্র বলে অভিযোগ জানিয়েছেন বাজারের বিভিন্ন দোকানী ও স্থানীয় বাসিন্দাগন।
এই জুয়া খেলা ও মাদকের কারনে উঠতি বয়সী যুবকদের অভিভাবকগন তাদের সন্তানদের ভবিষ্যৎ নিয়ে উৎবেগ আর উৎকণ্ঠার রয়েছে। মাদক কারবারি ও জুয়া সাথে জড়িতদের আইনের আওতায় আনা না হলে যুব সমাজকে রক্ষা করা কঠিন হবে বলে জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।
খোঁজ নিয়ে জানা গেছে,উপজেলার সীমান্তবর্তী গ্রাম শ্রীপুর ও নতুন বাজার। মেঘালয় পাহাড় ঘেঁষে এই দুটি বাজারে আশ পাশের বিভিন্ন গ্রামের উঠতি বয়সী যুবকরা ইয়াবা,মাদক ও জুয়া (ডাব্বা) আসক্ত হয়ে পড়েছে। সকাল থেকেই বাজারের বিভিন্ন দোকান ও আশেপাশে খোলা জায়গায় জুয়া (ডাব্বা) খেলায় ও ইয়াবা ট্যাবলেট খেয়ে মাতলামীতে মেতেছে,চলে গভীর রাত পর্যন্ত। আর কোনো প্রকার প্রতিবন্ধকতা না থাকায় দিন দিন বেড়েই চলেছে এই অপরাধের পরিমান। পরিবারের কোনো বাঁধায় ফেড়ানো যাচ্ছে না। ফলে মরণ নেশা ইয়াবা ও মাদকে আসক্ত হয়ে ধীরে ধীরে ধংশের দিকে যাচ্ছে যুবকরা। এনিয়ে অভিভাবকগন দিশেহারা। তাহিরপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি দেলোয়ার হোসেন যোগদানের পর থেকে মাদক কারবারি ও জুয়ারীদের বিরুদ্ধে অভিযান পরিচালিত করায় কমে গেলেও আবারও মাথা চড়া দিয়ে উঠেছে শ্রীপুর বাজারে।
নাম প্রকাশে অনিচ্ছুক শ্রীপুর বাজারের ব্যবসায়ীরা জানান,যে ভাবে মাদক ও জুয়ার (ডাব্বা)খেলা চলে এলাকায় দিনে ও রাতে, এভাবে চলতে থাকলে একটা সময় আসবে এই মাদক আর জুয়া খেলার জন্য টাকা না পেয়ে
উঠতি বয়সী যুবকরা খুন খারাপি,চুরি ছিন্তাই শুরু করবে।
অভিভাবকগন জানান,এখনেই মাদক ও জুয়ার বিষয়ে কঠোর নজরদারির পাশাপাশি মাদক কারবারি ও জুয়ার সাথে জড়িত এবং এসবের মদদদাতাদের আইনের আওতায় আনতে হবে যুব সমাজকে রক্ষার জন্য। না হলে এই এলাকার কোনো যুবকেই পাওয়া যাবে না যে সে মাদক ও জুয়ার সাথে জড়িত নেই। আমাদের সন্তানদের অনিশ্চিত ভবিষ্যৎ নিয়ে দিশেহারা। মাদক কারবারি ও জুয়ার মদদদাতারা এলাকার চিহ্নিত,তাই এদের আইনের আওতায় আনার দাবী জানাই।
শ্রীপুর বাজার কমিটির সভাপতি ফেরদৌস আলম আখঞ্জি জানান,বাজারের বিভিন্ন দোকানে এই জুয়া(ডাব্বা)খেলা হয়। আর উঠতি বয়সী যুবকরা মাদক ও জুয়া(ডাব্বা)খেলা আসক্ত হয়ার কথা অভিভাবকরা আমার কাছে অভিযোগ জানিয়েছেন। আমি আমার পক্ষ থেকে চেষ্টা করেছি কিন্তু কোনো কাজ হচ্ছে না। তাই আইন শৃঙ্খলা বাহিনী কঠোর নজরদারির পাশাপাশি ঐসব মাদক কারবারি ও জুয়ার সাথে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর দৃষ্টি আকর্ষণ করছি।
তাহিরপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি দেলোয়ার হোসেন জানান,শ্রীপুর বাজারের বিষয়ে অনেকেই অভিযোগ জানিয়েছেন এই বিষয়ে কোনো ছাড় দেয়া হবে না। এছাড়াও পুলিশ বাহিনীর প্রতিটি সদস্য মাদক ও মাদক কারবারি ও জুয়ার সাথে জড়িতদের বিরুদ্ধেও আইনগন পদক্ষেপ নিয়েছে আগামীতেও তা অব্যাহত থাকবে।
একটি মন্তব্য পোস্ট করুন