স্কুল ক্যাম্পাস ও শহরের গুরুত্বপূর্ণ এলাকায় শিক্ষার্থীদের অংশগ্রহণে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত
মোঃ রাসেল হোসেন, স্টাফ রিপোর্টার:
বরিশালে Dhurobotara Youth Development Foundation (DYDF) এর বৃক্ষরোপণ কর্মসূচি ২০২৫ অনুষ্ঠিত
পরিবেশ রক্ষা ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ধ্রুবতারা ইয়ুথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (DYDF), বরিশাল জেলা শাখার উদ্যোগে “বৃক্ষরোপণ কর্মসূচি ২০২৫” সফলভাবে সম্পন্ন হয়েছে।
সোমবার সকাল ৯ টায় বরিশালের মানিক মিয়া মাধ্যমিক বিদ্যালয়, কাউনিয়া এবং দুপুর ১২ টায় হযরত শাহজালাল মাধ্যমিক বিদ্যালয়, পলাশপুর প্রাঙ্গণে এই কর্মসূচির সম্পাদনা হয়। শিক্ষার্থীদের সরাসরি অংশগ্রহণে গাছ রোপণ কার্যক্রম প্রাণবন্ত হয়ে ওঠে।
বরিশাল সদর উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন পরিবেশ রক্ষার এ মহৎ উদ্যোগে ধ্রুবতারার প্রসংসা করেছেন।
রোপণ করা গাছের প্রজাতি ছিল: ফলজ: আম, পেয়ারা, আমড়া বনজ: নিম ঔষধি: হরতকি, আমলকী শিক্ষার্থীরা গাছ লাগিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে এবং গাছের পরিচর্যার দায়িত্ব নেওয়ার অঙ্গীকার করে।
উক্ত দুই বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ ধ্রুবতারার এই উদ্যোগকে আন্তরিকভাবে সাধুবাদ জানান এবং বলেন,
“এমন কার্যক্রম শিক্ষার্থীদের মাঝে পরিবেশ সচেতনতা গড়ে তোলে। আমরা এই সহযোগিতামূলক প্রয়াসে আনন্দিত।”
ধ্রুবতারার সদস্যরা শুধু স্কুল ক্যাম্পাসেই নয়, শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে বিদ্যালয়ের আশেপাশের গুরুত্বপূর্ণ এলাকাসমূহেও গাছ রোপণ করেন, যেমন: পলাশপুর ব্রিজ সংলগ্ন এলাকা, কাউনিয়া প্রধান সড়ক, কালাখান বাড়ি এলাকা
এই স্থানগুলোতে গাছ লাগানোর পাশাপাশি পথচারী ও এলাকাবাসীর মধ্যে পরিবেশ সচেতনতা ছড়িয়ে দেওয়া হয়।
DYDF বরিশাল জেলা শাখার সভাপতি হৃদয় হাওলাদার বলেন,
"গাছ শুধু অক্সিজেন দেয় না, এটি ভবিষ্যতের নিরাপত্তা। আমরা চাই, পরিবেশ রক্ষার আন্দোলনের নেতৃত্ব দিক তরুণরাই।
এই কর্মসূচির আর্থিক সহায়তা প্রদান করে GGF (Global Green Grants Fund)।
আগামীকাল ও শহরের কিছু গুরুত্বপূর্ন স্থানে বৃক্ষরোপন অভিযান চলবে বলে জানিয়েছেন ধ্রুবতারা পরিবারের সদস্যগন।
إرسال تعليق