চুয়াডাঙ্গায় বিদ্যুত স্পৃষ্ঠ হয়ে দুই ভাইয়ের মৃত্যু।
মোঃ মিনারুল ইসলাম চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি ০৩/০৭/২০২৫ ইং বৃহস্পতিবার
চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার ০৬ নং হাউলী ইউনিয়ন পরিষদের অর্ন্তগত ০৮ নং ওয়ার্ডের পুরাতন বাস্তপুর গ্রামে আপন দুই ভাইয়ের মৃত্যু হয়েছে বলে জানা যায়।
জানা যায় যে, পুরাতন বাস্তপুর গ্রামের মৃত ইছাহাক আলীর বড় পুত্র মোঃ আক্তার হোসেন (৫০) গরুর ঘাস চুরাতে গিয়ে বিদ্যুত স্পৃষ্ট হয়ে আঁচড়ে কারেন্টের তাঁরের উপর পড়ে তখন বাড়ীর লোকজন চিৎকার করলে ছোট ভাই আলম হোসেন (৪২) তার হাতে থাকা বটি দিয়ে তাঁর কাটতে গেলে সেও তৎক্ষণাত কারেন্ট শর্ট খেয়ে মাটিতে পড়ে যায়।
তৎক্ষণাত তাদেরকে উদ্ধার করে চুুয়াডাঙ্গা সদর হাসপাতালের উদ্দেশ্যে নেওয়া হলে পতিমধৌ দামুড়হুদা চৌরাস্তা রাস্তা পার হলে ছোট ভাইয়ের মৃত্যু হয়। তাকে বাড়ীর অন্য গাড়ীতে বাড়ী পাঠিয়ে বড় ভাইকে চুুয়াডাঙ্গা হাসপাতালে পৌছানোর পর ডাক্তার তাকে মৃত্যু ঘোষণা করেন।
তাঁদের মৃত্যুর খবর চারিদিকে ছড়িয়ে পড়লে গ্রামে শোকের ছায়া নেমে আসে। গ্রামবাসীর পক্ষ থেকে তাঁদের জন্য দোয়া ও মাগফিরাত কামনা করে।
একটি মন্তব্য পোস্ট করুন