সন্ধানে বাংলাদেশ সংবাদ

 



মাইলস্টোন কলেজে বিমান বিধ্বস্তে নিহত ও আহতদের জন্য দোয়া মাহফিল অনুষ্ঠিত


নূর মোস্তফা আলী হাসান সন্দ্বীপ 


বাংলাদেশ জামায়াতে ইসলামী সন্দ্বীপ উপজেলার আয়োজনে উপজেলা সেক্রেটারী মাওলানা আবু তাহেরের সঞ্চালনায় ও উপজেলা আমীর মাওলানা সিরাজুল ইসলাম ফিরোজ সাহেবের সভাপতিত্বে রাজধানীর উত্তরায় মাইলস্টোন কলেজে বিমান বিধ্বস্ত হয়ে নিহত ও আহত কোমলমতি ছাত্র-ছাত্রী, শিক্ষক, পাইলটসহ সবার জন্য দোয়া ও মুনাজাত অনুষ্ঠিত হয়েছে।


এই হৃদয়বিদারক ঘটনায় পুরো জাতি গভীর শোকাহত। আহতদের দ্রুত সুস্থতা কামনা এবং নিহতদের আত্মার মাগফিরাত কামনা করে আয়োজিত এ দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও চট্টগ্রাম উত্তর জেলা আমীর মুহম্মদ আলা উদ্দিন সিকদার।


প্রধান অতিথি বলেন, কোমলমতি শিক্ষার্থীরা জাতির ভবিষ্যৎ। তাঁদের শিক্ষা, স্বপ্ন এবং জীবনের সম্ভাবনা জাতিকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দেয়।

কিন্তু একটি অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনায় এতগুলো জীবন মুহূর্তেই বিপন্ন হয়ে পড়া—এটা শুধু একটি পরিবার বা একটি শিক্ষাপ্রতিষ্ঠানের ক্ষতি নয়, বরং এটা গোটা জাতির জন্য একটি অপূরণীয় শোক।

তিনি আরও বলেন, “আমরা গভীরভাবে বিশ্বাস করি, এ দেশের প্রতিটি শিশু নিরাপদে বেড়ে ওঠার অধিকার রাখে। আমরা চাই, ভবিষ্যতে যেন আর কোনো পরিবার এ ধরনের মর্মান্তিক দৃশ্যের সম্মুখীন না হয়।”


অনুষ্ঠানে কুরআন তিলাওয়াত করেন মাওলানা নাজিম উদ্দিন সিরাজী এবং বিশেষ মুনাজাতের মাধ্যমে সমাপ্তি লাভ করে। দোয়া মাহফিলে আল্লাহর দরবারে কায়মনোবাক্যে প্রার্থনা করা হয়, যেন আহত সবাই দ্রুত সুস্থ হয়ে ওঠেন এবং তাঁদের পরিবার এই কঠিন সময় ধৈর্য্য ও শক্তি নিয়ে অতিক্রম করতে পারেন।

Post a Comment

নবীনতর পূর্বতন