র্যাব-১৩ এর অভিযানে ১৪৯ বোতল ফেন্সিডিলসহ ১ জন মাদকব্যবসায়ী গ্রেফতার
দিনাজপুর প্রতিনিধি
'বাংলাদেশ আমার অহংকার'- এই মূলমন্ত্রকে বুকে ধারণ করে এলিট ফোর্স র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন সর্বগ্রাসী মাদকের বিরুদ্ধে নিয়মিতভাবে সর্বাত্মক অভিযান পরিচালনা করে আসছে।
র্যাবের চলমান এই মাদকবিরোধী অভিযানের ধারাবাহিকতায় র্যাব-১৩, ক্রাইম প্রিভেনশন কোম্পানী-১, দিনাজপুরের একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ৯ জুলাই ২০২৫ তারিখ সময় ১১.৩০ মিনিটে দিনাজপুরের পার্বতীপুর উপজেলা আমবাড়ী বাসস্ট্যান্ড এলাকায় জনতা ব্যাংকের সামনে থেকে ফুলবাড়ী থানাগামী মহাসড়কের উপর অভিযান পরিচালনা করে আসামীর দেহ তল্লাশি করে নেভী ব্লু রংয়ের স্কুল ব্যাগ ও নীল রংয়ের THAI লেখা হাত ব্যাগের মধ্যে রক্ষিত অবস্থায় মোট ১৪৯ বোতল অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিল উদ্ধার এবং একটি মোটরসাইকেল জব্দসহ মাদকব্যবসায়ী ১ জন গ্রেফতার করেন। কোতয়ালী থানার চেহেলগাতী ইউনিয়নের পশ্চিম শিবরামপুর (মন্দিরপাড়া) গ্রামের মোঃ আব্দুর রহিমের ছেলে
মোঃ রুবেল ইসলাম (৩৩),
১ জনকে গ্রেফতার করেন।
পরবর্তী কার্যক্রমের জন্য আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
إرسال تعليق