সন্ধানে বাংলাদেশ সংবাদ

 



কেরানীগঞ্জে বিএনপি নেতা মনির হোসেন মিনুর রুহের মাগফেরাতে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত:

আসিফ চৌধুরী, বিশেষ সংবাদদাতা ঢাকা :


কেরানীগঞ্জ মডেল উপজেলা বিএনপির সভাপতি ও তারানগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মরহুম মনির হোসেন মিনুর রুহের মাগফেরাত কামনায় এক মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।


সোমবার (২৮ জুলাই) শিকারীটোলা আটি কেরানীগঞ্জ মডেল উপজেলায় প্রধান কার্যালয় একটি মিলনায়তনে এই মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব আমান উল্লাহ আমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তার সুযোগ্য পুত্র, ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি।


অনুষ্ঠানে মরহুম মনির হোসেন মিনুর রাজনৈতিক জীবনের বিভিন্ন দিক তুলে ধরে বক্তারা বলেন, তিনি ছিলেন একজন সৎ, নিষ্ঠাবান ও ত্যাগী নেতা, যিনি কেরানীগঞ্জের মানুষের হৃদয়ে আজও অম্লান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, সিনিয়র সহ সভাপতি হাজী শামীম হাসান,সহ সভাপতি নাজিম উদ্দীন, সাধারণ সম্পাদক হাসমত উল্লাহ নবী, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল,ছাত্রদলের নেতারাসহ কেরানীগঞ্জের বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন।


দোয়া শেষে মরহুমের রুহের মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয় এবং তাঁর অবদানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন নেতাকর্মীরা।

Post a Comment

নবীনতর পূর্বতন