সন্ধানে বাংলাদেশ সংবাদ

 



তানোরে সাংবাদিকের অন্তরালে আওয়ামী লীগের দোসর হয়ে প্রকাশ্যে ঘুরছে কে এই কাশেম


আল আমিন

নিজস্ব প্রতিনিধিঃ


নাম আবুল কাশেম ওরফে আওয়ামী লীগের দোসর চিট কাশেম নামে পরিচিত তানোর এলাকা জুড়ে।  জানা য়ায়, সাবেক সংসদ সদস্য ফারুক চৌধুরীর আস্তাভাজন ও তানোর উপজেলা চেয়ারম্যানের  ঘনিষ্ঠজন হয়ে আওয়ামী লীগ সরকারের আমলে বিভিন্ন জায়গায়  তাদের নাম ভাঙিয়ে কথিত এক অনলাইন পোর্টাল খুলে সেই পোটালের কথিত ভুইফোর সম্পাদক সেজে সাধারণ জনগণদের ভয়-ভীতি দেখিয়ে  চাঁদাবাজিতে মেতে উঠেন সেই কাশেম ওরফে চিট কাশেম।


সুএ বলছে,  তিনি সাংবাদিক এই মহান পেশাকে পুজি করে এলাকায় নানা বিতর্কিত ঘটনার জন্ম দিতেন এবং তিনি বিভিন্ন জায়গায় মাদক ব্যবসায়ীদের হুমকি ধামকি দিয়ে  তাদের ভয়ভিতি দিখিয়ে তাদের ব্ল্যাকমেল করে মোটা অংকের টাকা হাতিয়ে নিতেন সেই সময় আওয়ামী ক্ষমতার দাপটে। শুধু এখানেই থেমে নেই তিনি যে কোন জায়গায় পুকুর খনন হলে চাঁদাবাজি  করতে দেখা যায় এই সাংবাদিক আবুল কাশেম ওরফে চিট কাশমকে। তিনি এক সময় তানোরে পুকুর বাবা উপাধি পাওয়া সাংবাদিক ছিলেন।


তিনি আওয়ামী লীগ সরকার আমলে তাদের দালালি করে এলাকায় সন্ত্রাসী কায়দা সৃষ্টি করে হয়ে ওঠেন এলাকার ক্ষমতাধর বাবু। জানায়ায়, তার তাণ্ডবের শিকার হয়ে অনেকেই এখোন এলাকায় আতঙ্কে রয়েছে।

তিনি আওয়ামী লীগ পন্থী হয়ে এখনো এলাকায় প্রকাশ্যে ঘুরে তানোরে এক কর্মরত  গণমাধ্যম কর্মী রাজু আহমেদকে ছাত্রলীগের কর্মী বানিয়ে একাধিক সংবাদ প্রকাশ করে তাকে হয়রানি এবং তার সুনাম ক্ষুন্ন করার চেষ্টায় মেতে উঠেছে সেই নামধারী আওয়ামী লীগের দোশর সাংবাদিক আবুল কাশেম। 


তবে সরজমিনে গিয়ে জানা যায়, সাংবাদিক রাজু আওয়ামী লীগের কোন পদে বা আওয়ামী লীগ সক্রিয় ছিল না। তাকে ছাত্রলীগ বানিয়ে তার নামে মিথ্যা সংবাদ প্রকাশ করে তার কাছ থেকে মোটা অংকের অর্থ দাবি করছেন আবুল কাশেম ওরফে চিট কাশেম এমনটি  অভিযোগ সাংবাদিক রাজু আহমেদের।তিনি জানান তার নামে মিথ্যা সংবাদ প্রকাশ কারায় তার ভাবমর্তী নষ্ট হয়েছে  তিনি আবুল কাশেমের নামে মানহানি মামলা সহ আইসিটি মামলা করার প্রস্তুতি নিচ্ছেন। 


স্থানীয়দের জানান,গত ৫ আগস্ট  ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর আওয়ামী লীগের নেতা কর্মীরা একে একে আটক হলেও এই ভুঁইফোড় সাংবাদিক কাশেমকে কেন আটক করা হচ্ছে না। তাদের দাবি এই আওয়ামী লীগের দশর আবুল কাশেম ওরফে দুর্ধর্ষ আওয়ামী লীগের সন্ত্রাসী বাহিনী চিট কাশেমকে অতি- শীঘ্রই আইনের আওতায় এনে কঠোর শাস্তির।

Post a Comment

নবীনতর পূর্বতন