বাংলাদেশ প্রেসক্লাব বাহরাইন সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
বাহরাইন প্রতিনিধি:মোঃ মাহির তালুকদার আলম
প্রেসক্লাবের সভাপতি সম্রাট নজরুল ইসলাম সিদ্দিকীর সভাপতিত্বে সাধারণ সম্পাদক নোমান সিদ্দিকী সঞ্চালনায় শুক্রবার রাত ৯ ঘটিকায় মানামা একটি হোটেলে এ সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
শুরুতে ২০২৪ এর জুলাইয়ে নিহত সকল শহীদদের স্বরণ করেন, এবং দেশের স্বার্থে নিহত সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেন, এবং আহত সকল ছাত্রছাত্রী সহ ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে গণ আন্দোলনে অংশগ্রহণকারী সকলের সুস্থতা কামনা করেন,,
এ সময় সাংবাদিকরা সংগঠনের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করেন,,প্রবাসী বাংলাদেশ কমিউনিটির সাংবাদিকেরা প্রবাসীদের কল্যাণে কাজ করার বিষয় কমিউনিটির নেতৃবৃন্দ কে নিয়ে বিভিন্ন কর্মসূচি ও কার্যক্রমের উদ্যোগ নিয়ে বাস্তবায়ন করার সিদ্ধান্ত নেওয়া হয়,প্রবাস থেকে প্রবাসীদের কথাগুলো কিভাবে সুন্দরভাবে উপস্থাপন করা যায় সে বিষয় আলোচনা করা হয়, সোশ্যাল মিডিয়ায় বিভিন্নরকম মিথ্যা অপপ্রচার রোধে করণীয় ও বস্তনিষ্ঠ সংবাদ প্রচারে সবাইকে সচেতন হওয়ার আহবান জানান উপস্থিত সাংবাদিকগণ। এ সময় উপস্থিত ছিলেন যমুনা টিভি বাহরাইন প্রতিনিধি স্বপন মজুমদার, ডিভিসি নিউজ প্রতিনিধি নোমান ছিদ্দিকি, ,বাংলাটিভি প্রতিনিধি সম্রাট নজরুল ইসলাম সিদ্দিকী, বিডিনিউজ ২৪.কম প্রতিনিধি দেব সুকান্ত, দৈনিক আলোকিত সকাল প্রতিনিধি মাহির তালুকদার, কিউ টিভি প্রতিনিধি মোহাম্মদ মনির হোসেন ,ও টেলিকনফারেন্সে যুক্ত ছিলেন চ্যানেল কর্ণফুলী বাহরাইন প্রতিনিধি ফয়জুল ইসলাম ফয়সাল সহ অনেকে।
একটি মন্তব্য পোস্ট করুন